‘প্রধানমন্ত্রী পদে মোদিকেই চাইছেন দেশের যুব সমাজ’

জয়পুর: প্রধানমন্ত্রী পদে ফের নরেন্দ্র মোদিকেই চাইছেন দেশের যুবসমাজ। একথা জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে রাজস্থানে প্রচার চালাচ্ছেন রাওয়াত। এদিন প্রচারসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকেই চাইছেন আমাদের দেশের তরুণ সম্প্রদায়। কারণ তাঁরা বুঝতে পেরেছেন, যুব সমাজের প্রত্যাশা পূরণের মাধ্যমে মোদিই দেশকে শক্তিশালী করতে পারেন।’

‘প্রধানমন্ত্রী পদে মোদিকেই চাইছেন দেশের যুব সমাজ’

জয়পুর: প্রধানমন্ত্রী পদে ফের নরেন্দ্র মোদিকেই চাইছেন দেশের যুবসমাজ। একথা জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে রাজস্থানে প্রচার চালাচ্ছেন রাওয়াত।

এদিন প্রচারসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকেই চাইছেন আমাদের দেশের তরুণ সম্প্রদায়। কারণ তাঁরা বুঝতে পেরেছেন, যুব সমাজের প্রত্যাশা পূরণের মাধ্যমে মোদিই দেশকে শক্তিশালী করতে পারেন।’

রাওয়াত জানান, ২০১৪ সালের নির্বাচনে রাজস্থানে সবক’টি আসনে জয় পেয়েছিল বিজেপি। এবারের নির্বাচনেও রাজস্থানের ২৫টি লোকসভা আসন গেরুয়া শিবিরের হাতেই আসবে। গত পাঁচ বছরে এনডিএ সরকারের আমলে দেশের কী কী উন্নয়ন হয়েছে, তার খতিয়ানও তুলে ধরেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 1 =