টাকি: বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন নরেন্দ্র মোদি৷ বুধবার বসিরহাটে সায়ন্তন বসুর সমর্থনে টাকির জনসভা থেকে মোদি বলেন, ‘‘কাল কলকাতার ছবি গোটা দেশ দেখেছে। গোটা দেশে তা নিয়ে আলোচনা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপির প্রতি মানুষের সমর্থন দেখে দিদি ঘাবড়ে গিয়েছেন৷’’
কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহর রোড শো ঘিরে গোলমালের কথা উল্লেখে না করেই মোদি বলেন, “দুদিন আগেই দিদি বলেছিলেন, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবেন। প্রকাশ্যে বলেছিলেন। সেই ঘোষিত এজেন্ডা মতোই ২৪ ঘণ্টার মধ্যে অমিত শাহর উপরে হামলা হয়েছে৷ দিদির চোখে অহঙ্কারের আগুন জ্বলছে৷’’
PM Modi in Basirhat, West Bengal: Didi, aap khud artist ho, aapse agrah karunga, aap mera bhadde se bhadda chitra banaiye aur May 23 ke baad, meri PM shapth ke baad, meri jo tasveer aapne banayi hai woh mujhe bhent karen, mein aap par FIR nahi karunga https://t.co/DtwNiE5B3o
— ANI (@ANI) May 15, 2019
বলেন, ‘‘গত পাঁচ-ছয় দফার ভোটে একার ক্ষমতাতেই সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন জিতে গেছে বিজেপি৷ এখনও পর্যন্ত যে জনমত সমীক্ষা আসছে তাতে সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। বাংলা থেকে যে আসন পাবে বিজেপি তাতে তিনশ পেরিয়ে যাবে৷’’
Prime Minister Narendra Modi in Basirhat, West Bengal: Mamata didi had declared publicly two days ago that she will take revenge. She fulfilled her agenda within 24 hours, BJP President Amit Shah’s roadshow was attacked. pic.twitter.com/JZZzu55Sch
— ANI (@ANI) May 15, 2019
শুধু আসন জেতার কথা বলেই এ দিন ক্ষান্ত থাকেননি নরেন্দ্র মোদী। বক্তৃতায় মমতাকে কটাক্ষ করার প্রসঙ্গে এক সময়ে বলেন, “ভোটের পর প্রধানমন্ত্রী হিসাবে আমার ফের শপথ গ্রহণের পর আপনি আমার বাড়িতে আসবেন৷’’