মোদির সভায় বাধা! অপসারিত জেলা শাসক, নির্দেশ কমিশনের

কলকাতা: ভোট মিটতেই অবসারিত বাঁকুড়ার জেলাশাসক৷ অপসারিত হলেন বাঁকুড়ার জেলা শাসক উমাশঙ্কর এক৷ বাঁকুড়ার নতুন জেলাশাসক মুক্তা আর্য৷ মোদির সভায় অসহযোগিতার অভিযোগে অপসারিত ডিএম? উঠছে প্রশ্ন৷ বাঁকুড়ায় প্রধানমন্ত্রী কপ্টর নামা ও সভাস্থল নিয়ে বিতর্ক দেখা দেয়৷ সভা মঞ্চে থেকে এই নিয়ে কটাক্ষও করেন মোদি৷ এই ঘটনার পর বাঁকুড়ার জেলাশাসকে অপসারণের নির্দেশ কমিশনের৷ তবে, ঠিক কী

মোদির সভায় বাধা! অপসারিত জেলা শাসক, নির্দেশ কমিশনের

কলকাতা: ভোট মিটতেই অবসারিত বাঁকুড়ার জেলাশাসক৷ অপসারিত হলেন বাঁকুড়ার জেলা শাসক উমাশঙ্কর এক৷ বাঁকুড়ার নতুন জেলাশাসক মুক্তা আর্য৷ মোদির সভায় অসহযোগিতার অভিযোগে অপসারিত ডিএম? উঠছে প্রশ্ন৷

বাঁকুড়ায় প্রধানমন্ত্রী কপ্টর নামা ও সভাস্থল নিয়ে বিতর্ক দেখা দেয়৷ সভা মঞ্চে থেকে এই নিয়ে কটাক্ষও করেন মোদি৷ এই ঘটনার পর বাঁকুড়ার জেলাশাসকে অপসারণের নির্দেশ কমিশনের৷ তবে, ঠিক কী কারণে এই অরসারণ তা স্পষ্ট কিছুই জানাতে পারেনি কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =