ফের ধ্যানে প্রধানমন্ত্রী! প্রচার শেষেও থাকবেন প্রচারে! এটাই মোদী ম্যাজিক?

নিজস্ব প্রতিনিধি:  কবির ভাষায় ছোটগল্প সম্পর্কে বলা হয় শেষ হইয়াও যেন হইল না শেষ। যে বিষয়টি বেশ প্রযোজ্য নরেন্দ্র মোদীর ভাবনার সঙ্গে। আগামী ৩০-মে বিকেলে…

Modi meditation strategy

নিজস্ব প্রতিনিধি:  কবির ভাষায় ছোটগল্প সম্পর্কে বলা হয় শেষ হইয়াও যেন হইল না শেষ। যে বিষয়টি বেশ প্রযোজ্য নরেন্দ্র মোদীর ভাবনার সঙ্গে। আগামী ৩০-মে বিকেলে লোকসভা নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেলেও কিন্তু প্রবল ভাবে প্রচারে থেকে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা গেরুয়া শিবির। এটাই মোদী ম্যাজিক। অসাধারণ ভাবনা, যাতে বারবার বোল্ড আউট হয়ে যাচ্ছে বিরোধীরা।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর নরেন্দ্র মোদীকে কেদারনাথের গুহায় গেরুয়া বসনে ধ্যান করতে দেখা গিয়েছিল। এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। তবে এবার কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ৩০-মে থেকে ১-জুন পর্যন্ত ধ্যান করবেন তিনি। এখানেই ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগরের মহামিলন স্থলে এবার ধ্যানমগ্ন অবস্থায় দেখা যাবে প্রধানমন্ত্রীকে।

.
২০১৯ সালে গায়ে কমলা রঙের চাদর, চোখে চশমা ও পিঠে গোঁজা বালিশ নিয়ে কেদারনাথের একটি গুহায় ধ্যান করতে দেখা গিয়েছিল মোদীকে। বিভিন্ন টিভি চ্যানেলের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে। যা আপ্লুত করে দেশবাসীকে। ঘটনা হল ৩০ মে বিকেলের পর প্রচার শেষ হয়ে যাবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এরপর আর প্রচার করা যাবে না। এরপরই ১ জুন হবে সপ্তম তথা শেষ দফার নির্বাচন।

এই পরিস্থিতিতে কন্যাকুমারীতে মোদী যখন ধ্যান করবেন সেই দৃশ্য সামনে আসায় তা যে অন্যতম প্রচারের অঙ্গ হয়ে উঠবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ একদিকে ১-জুন দেশ জুড়ে যখন চলবে সপ্তম তথা শেষ দফার নির্বাচন, তখন সারাদিন টিভি চ্যানেলগুলির মাধ্যমে ধ্যানমগ্ন অবস্থায় দেখা যাবে প্রধানমন্ত্রীকে।

মোদীর কাছে বারবার এভাবেই পিছিয়ে পড়ছে বিরোধীরা। শুধুমাত্র ভাবনার জোরে প্রচারকে যে কোন মাত্রায় তুলে নিয়ে যাওয়া যায় তা বারবার দেখিয়েছেন মোদী। এটাই মোদী ম্যাজিক। যাতে ভর করে বিজেপি দিল্লির সিংহাসনে হ্যাটট্রিক নিশ্চিত করতে চায়। যদিও বিরোধীরা বিষয়টিকে নাটক বলেই কটাক্ষ করছে।

কিন্তু প্রশ্ন, তাঁদের এমনটা করতে কেউ বারণ করেছে কী? প্রচারের আলোয় থেকে যেতে তাঁদের কেউ কী নিষেধ করেছে? উত্তরটা সকলেরই জানা। এই পরিস্থিতিতে ধ্যানমগ্ন অবস্থায় নরেন্দ্র মোদীর দিকে রাজনৈতিক মহলের যে বিশেষ নজর থাকবে সেটা স্পষ্ট।

লোকসভা ভোটের সমস্ত খবর জানতে এখানে ক্লিক করুন 📰

Politics: Discover Modi‘s unique post-campaign strategy as he meditates at Vivekananda Rock in Kanyakumari after the election campaign ends. This symbolic move keeps him in the limelight, showcasing the Modi magic that outsmarts opposition. Learn more about this impactful approach.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *