কলকাতা: তৃণমূল সুপ্রিমোর ‘ইঞ্চিতে ইঞ্চিতে বদলা’ দেওয়ার জবাব দিলেন নরেন্দ্র মোদি৷ বৃহস্পতিবার শেষ প্রচারে ভোট লুটের নয়া দাওয়াই দেওয়ার পাশাপাশি দিদির ‘হিসাব’ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে গেলন নরেন্দ্র দামোদরদাস মোদি৷ দমদম লোকসভা নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে মোদির হুঁশিয়ারি, ‘‘২৩ মে’র পর দিদিরও হিসাব নেওয়া হবে৷ আমাদের কর্মী কাৰ্যকর্তাদের হত্যা করা হয়েছে। বিজেপি প্রার্থীদের উপর হামলা হয়েছে। পুরো রাজ্যে হিংসার বাতাবরণ তৈরি করে রাখা হয়েছে। এর হিসাব নেওয়া হবে৷’’
শোষ দফার প্রচারে ভোট লুট রুখতে মোদির মন্তব্য, ‘‘আগামী ১৯ তারিখ যতই গুন্ডাগিরি হোক, নিজের ভোট নিজে দিন। পদ্মফুলে বোতাম টিপে বিজেপি প্রার্থীদের বিজয়ী করুন। মমতার বুলেটের জবাব, ভোটের বোতাম টিপে দিন৷ দেখবেন, কেউ যেন বুথে ঢুকে আপনার ভোট না দিয়ে দেন৷ বুথে ঢুকে ভোট দিলে দিদির গুন্ডাদের তাড়িয়ে দিন৷’’
মমতাকে বিঁধে বলেন, ‘‘দিদি, এই রাজ্য আপনার বা আপনার ভাইপোর সম্পত্তি নয়। পশ্চিমবঙ্গ ‘মা ভারতী’র অংশ। বাংলাকে আপনার অহংকার থেকে রক্ষা করার জন্য যা করতে হয়, সাংবিধানিক ভাবে তা করা হবে৷ দিদি, আপনার স্বপ্ন দেখার স্বাধীনতা আছে। আপনি প্রধানমন্ত্রী হবার স্বপ্নও দেখতে পারেন। কিন্তু, দেশের বীর সেনাদের সম্মান করা জানতে হয়। দেশের শত্রুদের সুবিধা হয় এমন কথা বলা উচিত কি না শিখতে হয়৷ মমতা দিদি, আপনার অহংকারের চেয়ে দেশের মান মর্যাদা অনেক বেশি। অহংকারীর পতন হবেই। সত্য কখনও মিথ্যা হয় না। দিদি, নিজেকে ‘সুপ্রিম পাওয়ার’ মনে করেছেন। কিন্তু, মানুষ দেখিয়ে দিয়েছেন ‘সুপ্রিম পাওয়ার’ একমাত্র তাঁরা৷’’
PM Narendra Modi addresing a public rally in Dum Dum, West Bengal: Didi sun lo, yeh Paschim Bengal aapki aur aapke bhatije ki jaagir nahi hai. Yeh Maa Bharati ka ek atoot ang hai. pic.twitter.com/Sf4DoW4sDy
— ANI (@ANI) May 16, 2019
PM Narendra Modi in Dum Dum, West Bengal: Didi aapko PM pad ke sapne dekhne ki poori azaadi hai lekin humare surakshka balon unke khilaf gundon ka istemal karne se aapki vishwasniyta par sawaal uth chuke hain. pic.twitter.com/PPYcaUYwrL
— ANI (@ANI) May 16, 2019
বাংলার উন্নয়নের আশ্বাস দিয়ে মোদির মন্তব্য, ‘‘আমি আশ্বাস দিচ্ছি, আপনারা যে ভালোবাসা দিয়েছেন তা বিকাশ দিয়ে আপনাদের ফেরৎ দেব। আপনাদের ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে, ভরসা দিয়েছে৷’’ মহাজোট প্রসঙ্গে মোদির খোঁচা, ‘‘এটা কি চলছে? কেউ ৪টি, কেউ ১০টি, কেউ ৩০টি সিট নিয়ে প্রধানমন্ত্রী হবে বলছেন? প্রধানমন্ত্রী কে হবে তা ৬তম নির্বাচনী দফাতেই স্পষ্ট হয়ে গেছে৷’’