আজ বিকেল: প্রধানমন্ত্রী নিজের আসল চেহারা ভাল করে দেখুন, এটাই চেয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তাই পয়লা এপ্রিল অনলাইন শপিং সেন্টার নাইন্টি ডিগ্রি থেকে একটি ফ্যাশন ফ্যান্টাসি মিরর কিনে মোদির জন্যপাঠিয়ে দিয়েছেন তিনি। তিন থেকে পাঁচ তারিখের মধ্যেই দিল্লির লোককল্যাণ মার্গের নির্দিষ্ট ঠিকানায় অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে আয়নাটি পৌঁছে যাবে।
ডেলিভারি অ্যাড্রেস সিলেক্টের পরেই এক টুইট বার্তায় এই উপহার পাঠানোর কথা বলেন ভুপেশ বাঘেল। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভাল করে নিজের আসল চেহারাটা দেখুন এটা চান তিনি। তাই জন্যেই আয়না উপহার হিসেবে পাঠিয়েছেন। তাঁর ধারণা উপহার পাওয়া আয়নাটি হয়তো দেখতেই চাইবেন না মোদি, সেটি যাতে ডাস্টবিনে ঠাঁই পায় তাও হয়তো নির্দেশ দিতে পারেন। তবে তিনি চান রাজধানীর লোককল্যাণ মার্গের রাস্তায় আয়নাটি বসানো হোক। এমন একটি জায়গায় আয়না থাকবে যেখান থেকে আসাযাওয়ার পথে নিজেকে দেখতে পাবেন মোদি। যাইহোক এই আয় না না হোক, এবার থেকে কোনও আয়না দেখলেই তাতে নিজের মুখ দেখতে ভুলবেন না প্রধানমন্ত্রী, এদিনের উপহারই তাঁকে আয়না দেখতে বাধ্য করবে।
এদিকে উপহার পাঠানো নিয়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রী উৎসাহিত হলেও বিষয়টি নিয়ে কোনওরকম উচ্চবাচ্ছ নেই বিজেপি শিবিরে। তবে আয়নায় মুখ দেখার জন্য ভূপেশ বাঘেলের কাছে পালটা পরামর্শ এসেছে বিজেপির তরফে।