‘বালাকোট হামলা নিয়ে মিথ্যা বলছে মোদি’

শ্রীনগর: বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমানহানা এবং সীমান্তে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামানোর বিষয়ে নরেন্দ্র মোদির সরকার মিথ্যার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা। এবারের লোকসভা নির্বাচনে তিনি শ্রীনগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার ফকির গুজরি এলাকায় নির্বাচনী প্রচারে ফারুক আবদুল্লা বলেছেন, ২০১৪ লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন।

‘বালাকোট হামলা নিয়ে মিথ্যা বলছে মোদি’

শ্রীনগর: বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমানহানা এবং সীমান্তে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামানোর বিষয়ে নরেন্দ্র মোদির সরকার মিথ্যার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা। এবারের লোকসভা নির্বাচনে তিনি শ্রীনগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার ফকির গুজরি এলাকায় নির্বাচনী প্রচারে ফারুক আবদুল্লা বলেছেন, ২০১৪ লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু, বাস্তবে তার প্রতিফলন হয়নি। তাই, সেই ব্যর্থতা ঢাকতে এখন যুদ্ধের গল্প শোনানো হচ্ছে। উপস্থিত জনতার সামনে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, ‘উনি (মোদি) কথা দিয়েছিলেন, আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে জমা পড়বে। আপনারা কি ১৫ লক্ষ টাকা পেয়েছেন? যখন উনি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলেন, তখন তাঁর মাথা ঘুরে গেল। সংসদের শেষ কয়েকদিন মোদিকে দেখে বোঝা যাচ্ছিল যে, উনি বুঝে গিয়েছেন যে উনি ক্ষমতাচ্যুত হতে চলেছেন।’

এরপর তিনি ব্যঙ্গের সুরে বলেন, সেই সময় কয়েকজন এমপি বলছিলেন, উনি (মোদি) নিশ্চয়ই কিছু করবেন। পাকিস্তানকে আক্রমণ করলেই দেশবাসীর মন পাওয়া যাবে। উনি তখন কী করলেন? কয়েক সেকেন্ডের জন্য তিনটি যুদ্ধবিমান সীমান্তে পাঠালেন। ওখানে বালাকোট বলে যে এলাকা রয়েছে, সেখানে বোমাবর্ষণ করা হল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =