নাটক করছেন মোদি, বললেন রাহুল

নয়াদিল্লি: ‘নাটক করছেন প্রধানমন্ত্রী, হ্যাপি ওয়ার্ল্ড থিয়েটার ডে।’ মিশন শক্তি নিয়ে দেশবাসীর উদ্দেশে মোদির বার্তার পরই এভাবে তাঁকে কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, ওয়েল ডান ডিআরডিও। আমরা আপনাদের জন্য গর্বিত। একইসঙ্গে মোদীকে তিনি কটাক্ষ করলেন। এদিন ১১টা নাগাদ টুইট করে প্রধানমন্ত্রী জানান, তিনি পৌনে বারোটা থেকে বারোটার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে

নাটক করছেন মোদি, বললেন রাহুল

নয়াদিল্লি: ‘নাটক করছেন প্রধানমন্ত্রী, হ্যাপি ওয়ার্ল্ড থিয়েটার ডে।’ মিশন শক্তি নিয়ে দেশবাসীর উদ্দেশে মোদির বার্তার পরই এভাবে তাঁকে কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, ওয়েল ডান ডিআরডিও। আমরা আপনাদের জন্য গর্বিত। একইসঙ্গে মোদীকে তিনি কটাক্ষ করলেন।

এদিন ১১টা নাগাদ টুইট করে প্রধানমন্ত্রী জানান, তিনি পৌনে বারোটা থেকে বারোটার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চলেছেন। এরপরেই দেশের বিভিন্ন মহলে আলাপ আলোচনা শুরু হয়ে যায়। কী জানাবেন প্রধানমন্ত্রী তাই নিয়ে জোর জল্পনাও চলে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নিশ্চই কিছু বলবেন, কেউ ভাবেন জনপ্রিয়তা ধরে রাখতে কিছু বলতে চান প্রধানমন্ত্রী। সবাই তখন আগ্রহের প্রহর গুনছে, এদিকে ঘড়ির কাঁটা ১২টা ছাড়িয়ে যেতেই দেশবাসীর হার্টবিটের গতিও সমানে বাড়তে থাকে। বেলা বারোটার বেশকিছু পরে মোদি জানান, মহাকাশে কৃত্রিম উপগ্রহ ধ্বংস করেছেন ভারতের বিজ্ঞানীরা, মাত্র তিনমিনিটে রকেট ছুঁড়ে এই কাজ করা হয়েছে। এই খবরের পরেই হাঁফ ছেড়ে বাঁচে সকলে। নিঃসন্দেহে প্রশংসনীয় বার্তা তবে তাঁর টুইট করে আগাম খবরের সঙ্গে এই বার্তার কোনও যোগাযোগ নেই এমনটাই দাবি অনেকের।

কেউ কেউ বলছেন, এই কাজ করে নরেন্দ্র মোদি আসলে নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন, যদিও তা মানতে নারাজ বিজেপি শিবির। অরুণ জেটলি ইতিমধ্যেই মোদির বার্তাকে সমর্থন করে নিন্দুকদের পাল্টা জবাব দিয়েছেন। তাঁর মতে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্বে দেশ অনেক বেশি এগিয়েছে, আজ যে মহাকাশ গবেষণায় দেশের বিজ্ঞানীরা উল্লেখযোগ্য পদক্ষেপ রাখলেন তাতেও প্রধানমন্ত্রীর কৃতিত্ব অনস্বীকার্য, তাঁর নেতৃত্বেই দেশ সবথেকে বেশি নিরাপদ। এদিকে গোটা ঘটনাকে মোদির নাটক বলেছেন রাহুল গান্ধী তাঁকে সমর্থন করেছেন সমাজবাদি পার্টির নেতা অখিলেশ যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − two =