কলকাতা: ৩ এপ্রিল বাগডোগরার সভা হয়ে গিয়েছে। আগামী রবিবার কোচবিহারে সভা করার কথা রয়েছে। তারপর আবার ১৯ এপ্রিল উত্তরবঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানা গিয়েছে, ওই দিন বুনিয়াদপুরে সভা করবেন তিনি৷ কোনও কারণে তা না হলে পরদিন অর্থাৎ ২০ এপ্রিল হবে সভাটি৷
অন্যদিকে, রবিবার মোদির সভা ঘিরে নতুন করে তৈরি হয়েছে নয়া জটিলতা৷ কোচবিহারের রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা৷ কিন্তু, সভাস্থল ঘিরে জটিলতা তৈরি হয়েছে৷ আগামী রবিবার এই মাঠে নরেন্দ্র মোদির সভা রয়েছে। পরের দিনই একই মাঠে সভা হবে মুখ্যমন্ত্রীর৷ আর তা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে৷
ওই মাঠে একটি মঞ্চ বাঁধা রয়েছে। তা খোলার জন্য গতকাল জেলাশাসকের কাছে আবেদন করে বিজেপি। কিন্তু, আজ সকালে রাসমেলার ময়দানে তৃণমূলের পতাকা, ফেস্টুন দেখা যায়। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর সভার জন্য আগে থেকেই তাদের অনুমতি নেওয়া রয়েছে। অন্যদিকে, মোদির সভার জন্য মঞ্চ খোলার না হলে বড়সড় কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়৷