ব্রিগেড কাঁপাতে এবার বাংলায় আসছেন মোদি

কলকাতা: লক্ষ্য দিল্লি৷ নজরে বাংলা৷ বাংলার থেকে কমপক্ষে ২৩ আসনের টার্গেট নিয়ে ফের বাংলা সফরে আসছেন নরেন্দ্র মোদি৷ করবেন ব্রিগেড সভা৷ থাকবেন বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা৷ সবকিছু ঠিক থাকলে আগামী ৩ এপ্রিল ব্রিগেডের মঞ্চ থেকে বাংলা দখলের বার্তা দিতে পারেন ‘চৌকিদার’ মোদি৷ তবে, টানা গরমের মধ্যে কীভাবে ব্রিগেডের সভা হবে হবে, তা নিয়েও রয়েছে একাধিক

284031e37c720b7f1a2ef0e822e5fbc6

ব্রিগেড কাঁপাতে এবার বাংলায় আসছেন মোদি

কলকাতা: লক্ষ্য দিল্লি৷ নজরে বাংলা৷ বাংলার থেকে কমপক্ষে ২৩ আসনের টার্গেট নিয়ে ফের বাংলা সফরে আসছেন নরেন্দ্র মোদি৷ করবেন ব্রিগেড সভা৷ থাকবেন বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা৷ সবকিছু ঠিক থাকলে আগামী ৩ এপ্রিল ব্রিগেডের মঞ্চ থেকে বাংলা দখলের বার্তা দিতে পারেন ‘চৌকিদার’ মোদি৷

তবে, টানা গরমের মধ্যে কীভাবে ব্রিগেডের সভা হবে হবে, তা নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন৷ কেননা, এপ্রিলের শুরু থেকেই গরমের মাত্রা বাড়তে থাকে৷ তার উপর রয়েছে কালবৈশাখীর আশঙ্কা৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চৈত্রের দাবদাহের মধ্যে কীভাবে সুষ্ঠু সভা করা যায় তা নিয়েও একাধিক চিন্তা-ভাবনা শুরু করেছে বিজেপি৷

তবে, এর আগেও বাংলায় ব্রিগেড সভা করার ঘোষণা হলেও তা পরে বাতিল হয়৷ বিজেপির রাজ্য দপ্তরে সাংগঠনিক বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, ‘‘৮ ফেব্রুয়ারি ব্রিগেডে জনসভা করার চেষ্টা করা হচ্ছে৷’’ কিন্তু, সেই সভা বাতিল করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আনিয়ে বাংলায় একাধিক সভা করা হয় বিজেপির তরফে৷ সভার অনুমতি ঘিরেও তৈরি হয় নানান জটিলতা৷ বিজেপি নেতৃত্বের দাবি, ৮ ফেব্রুয়ারি সভা বাতিল হলেও এবার তা হবে না৷ উপর মহলের সিদ্ধান্তের ভিত্তিতেই ব্রিগেড ডাকা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *