মোদিকে নকল করে নেট দুনিয়ায় খোরাক অনুপম!

কলকাতা: ভোট শেষ৷ এবার বিশ্রাম নেওয়ার পালা৷ টানা দেড় সামের ভোট ধকল কাটিয়ে একান্তে একটু জিরিয়ে নেওয়া৷ দীর্ঘ লড়াই শেষে মুক্তমনে নিশ্বাস দিতে কেউ ছুটছেন কেদারনাথের গুহায়৷ কেউবা ছুটছেন জগন্নাথধামে৷ আর কেউ কাউকে নকল করতে গিয়ে খোরাক হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়৷ ভোট পর্ব শেষ হওয়ার আগে কেদারনাথের গুহায় গিয়ে ধ্যান করতে দেখা গিয়েছিল, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র

মোদিকে নকল করে নেট দুনিয়ায় খোরাক অনুপম!

কলকাতা: ভোট শেষ৷ এবার বিশ্রাম নেওয়ার পালা৷ টানা দেড় সামের ভোট ধকল কাটিয়ে একান্তে একটু জিরিয়ে নেওয়া৷ দীর্ঘ লড়াই শেষে মুক্তমনে নিশ্বাস দিতে কেউ ছুটছেন কেদারনাথের গুহায়৷ কেউবা ছুটছেন জগন্নাথধামে৷ আর কেউ কাউকে নকল করতে গিয়ে খোরাক হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়৷

ভোট পর্ব শেষ হওয়ার আগে কেদারনাথের গুহায় গিয়ে ধ্যান করতে দেখা গিয়েছিল, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ ভাইরাল হয়েছিল সেই ছবি৷ কেদারনাথের গুহায় ধ্যানমগ্ন প্রধানমন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়ে দেন, মানসিক শান্তির জন্য ১৭ ঘণ্টা ধ্যান করতে চান তিনি৷ এবার তাঁর দেখাদেখি ধ্যানে বসলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা৷ সেই ছবি প্রকাশ্যে আসতেই ফের ভাইরাল অনুপম৷ গুহার বলে ঘরের এক কোণে গেরুয়া ওড়নার জড়িয়ে ধন্যা করতে দেখা গেল অনুপমকে৷

কিন্তু, হঠাৎ কেন মোদিকে নকল করতে গেলেন যাদবপুরের বিজেপি প্রার্থীর? অনুপমের যুক্তি, নরেন্দ্র মোদির অনুপ্রাণিত হয়েই ধ্যানে বসেছেন তিনি৷ তবে, নেটিজেনরা মশকরাও করে বলছেন, অনুপম হলেন তাঁর গুরুর ক্ষুদ্র সংস্করণ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + six =