অভিনন্দনকে দেশে ফেরাতে ঠিক করেছিলেন মোদি? নিজেই জানালেন নমো

পাটান ও জয়পুর: বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে না ফেরালে এর পরিণতির জন্য পাকিস্তানকে সতর্ক করেছিলেন তিনি। রবিবার গুজরাতের পাটানের এক নির্বাচনী সভায় এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় সুরক্ষা নিশ্চিত করার প্রতি তিনি দায়বদ্ধ জানিয়ে মোদি বলেন, প্রধানমন্ত্রীর চেয়ার থাকুক বা না থাকুক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই তিনি চালিয়ে যাবেনই। বালাকোটের জঙ্গিঘাঁটিতে হামলার পর

অভিনন্দনকে দেশে ফেরাতে ঠিক করেছিলেন মোদি? নিজেই জানালেন নমো

পাটান ও জয়পুর: বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে না ফেরালে এর পরিণতির জন্য পাকিস্তানকে সতর্ক করেছিলেন তিনি। রবিবার গুজরাতের পাটানের এক নির্বাচনী সভায় এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় সুরক্ষা নিশ্চিত করার প্রতি তিনি দায়বদ্ধ জানিয়ে মোদি বলেন, প্রধানমন্ত্রীর চেয়ার থাকুক বা না থাকুক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই তিনি চালিয়ে যাবেনই।

বালাকোটের জঙ্গিঘাঁটিতে হামলার পর গত ২৭ ফেব্রুয়ারি ভারত-পাক সীমান্তের আকাশে দু’দেশের যুদ্ধবিমানের মধ্যে ব্যাপক লড়াই হয়। সেই লড়াইতে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন পাক সেনার হাতে বন্দি হন। এদিন পাটানের নির্বাচনী জনসভায় সেই প্রসঙ্গ তুলে মোদি জানান, অভিনন্দন ধরা পড়ার পরই বিরোধীরা তাঁর বক্তব্য জানার দাবি করছিল।

তিনি বলেন, ‘আমরা একটি সাংবাদিক বৈঠক ডেকে পাকিস্তানকে সতর্ক করেছিলাম, যদি অভিনন্দন বর্তমানের কোনও ক্ষতি হয়, তা হলে মোদি তোমাদের সঙ্গে কী করেছে, তা বিশ্বকে বলে বেড়াতে হবে।’ তিনি আরও জানান, বালাকোটের ঘটনার একদিন পরেই মার্কিন প্রশাসনের এক শীর্ষকর্তা জানিয়েছিলেন, মোদি ১২টি মিসাইল পাকিস্তানের দিকে তাক করে রেখেছেন। পরিস্থিতির অবনতি হলেই হামলা করবেন। এরপরই পাকিস্তান অভিনন্দনকে ফেরানোর কথা ঘোষণা করে। না হলে সেই রাত ‘কতল কি রাত’-এ পরিণত হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 14 =