নয়াদিল্লি: পুরনোকে বিদায় জানিয়ে শুরু হয়েছে নতুনকে আপন করে নেওয়ার পালা৷ পাওয়া না পাওয়া, সুখ-দুঃখ, যন্ত্রণা-অভিমান ভুলে নতুন দশকে পা মিলিয়েছে গোটা বিশ্ব৷ নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করেছে আমজনতা৷ কিন্তু, গত বছরে সব থেকে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় নাগরিক পঞ্জির আতঙ্ক, রাজনীতির হানাহানি, হিংসা যখন গোটা সমাজব্যবস্থাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে, ঠিক তখনই শুরু হয়েছে কেমন যাবে নতুন বছর? তার গণনা৷ আর সেই গণনায় এবার দেখে নেওয়া যাক চলতি বছর কেমন যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷
জ্যোতিষবিদদের গণনা বলছে, নরেন্দ্র মোদির জন্মগ্রহণ করেন ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর৷ জন্ম জন্মস্থান ও সময়ের হিসেব অনুযায়ী নরেন্দ্র মোদির রাশি বৃশ্চিক৷ লগ্নও বৃশ্চিক৷ এই মুহূর্তে নরেন্দ্র মোদির ভাগ্যচক্রে চলছে চন্দ্রের মহাদশা৷ এই পর্বটি ২০২১ সালের ২৯ নভেম্বর পর্যন্ত চলবে৷
এর ফলে গত বছরের তুলনায় নরেন্দ্র মোদির প্রায় বেশির ভাগ সিদ্ধান্ত নিয়ে বিরোধীরা বিরোধিতার করতে পারেন৷ তার সিদ্ধান্তের জেরে ২০২১ সালের জেরে কোন কোন রাজ্যে ক্ষমতা হারাতে পারে বিজেপি! বিজেপির নরেন্দ্র মোদির বিকল্প কোনও নেতা উঠে আসতে পারেন বলেও মনে করছেন জ্যোতিষীরা৷
তবে, অনেকেই মনে করছেন, নরেন্দ্র মোদির বিকল্প জায়গা নেওয়ার মতো ক্ষমতা রয়েছে অমিত শাহের৷ একজন গুজরাটি, প্রভাবশালী অন্য গুজরাটের জায়গা দখল করতে পারে বলেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা৷ কেননা দেশজুড়ে যে হারে জাতীয় নাগরিকপঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় জনগণনা নিয়ে যে বিভ্রান্তি, হিংসা, অশান্তি, বিতর্ক তৈরি হয়েছে তাতে করে চলতি বছর নরেন্দ্র মোদির খুব একটা ভালো যাবে নাব বলে অনুমান করছেন জ্যোতিষীদের একাংশ৷ যদিও এই জ্যোতিষীরা পুরোটাই অনুমান ও আশঙ্কার বিভিত্তে গণনা করেছেন৷ বাস্তবে তা মিল নাও হতে পারে৷