৭৫-এ ২! কংগ্রেসকে পরজীবী বলে মোদী কী খুব ভুল বলেছেন?

Modi Calls Congress Parasite যে সমস্ত রাজ্যে বিজেপির সঙ্গে কংগ্রেস সরাসরি লড়াই করেছে, যে রাজ্যগুলিতে তৃতীয় পক্ষের উপস্থিতি কার্যত ছিল না বললেই চলে, তার বড়…

Modi Calls Congress Parasite

Modi Calls Congress Parasite

যে সমস্ত রাজ্যে বিজেপির সঙ্গে কংগ্রেস সরাসরি লড়াই করেছে, যে রাজ্যগুলিতে তৃতীয় পক্ষের উপস্থিতি কার্যত ছিল না বললেই চলে, তার বড় অংশে হাত শিবিরের শোচনীয় ফল হয়েছে। সেই সূত্রে কিছুদিন আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে ‘পরজীবী’ বলে কটাক্ষ করেছিলেন। আসলে বেশ কিছু রাজ্যে আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করে কংগ্রেস অনেকগুলি আসনে জয়লাভ করেছে। (Modi Calls Congress Parasite)

BJP vs Congress 2024 Election Results

বলাবাহুল্য আঞ্চলিক দলগুলির ভোট কংগ্রেসের দিকে ট্রান্সফার হয়েছে বলেই সেই আসনগুলিতে জয় পেয়েছে কংগ্রেস। সেই সূত্রেই কংগ্রেসকে ‘পরজীবী’ খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে কয়েকটি রাজ্যের উদাহরণ দিলেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরা যাক গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের কথা। এই রাজ্যগুলি মিলিয়ে মোট ৭৫ টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে গুজরাট ও মধ্যপ্রদেশের একটি করে আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে বিজেপি।

Modi on Congress

ফলাফল বলছে ওই দুটি আসন ধরে ৭৫টি লোকসভা কেন্দ্রের মধ্যে কংগ্রেস মাত্র দুটিতে জয় পেয়েছে। অর্থাৎ ওই ৭৫টির মধ্যে মাত্র ২.৬৬ শতাংশ আসনে জয় পেয়েছে কংগ্রেস। তার মধ্যে গুজরাট ও ছত্তিশগড়ে একটি করে আসনে জয় পেয়েছে কংগ্রেস। বলাবাহুল্য যে দুটি আসনে নির্বাচন হয়নি সেখানে ভোট হলে কংগ্রেসের হার-ই হতো।

BJP vs Congress

এতেই স্পষ্ট বিজেপির সঙ্গে সরাসরি লড়াইয়ের ময়দানে কংগ্রেস এবারেও অধিকাংশ রাজ্যে এঁটে উঠতে পারেনি। একমাত্র হরিয়ানা, রাজস্থান, কর্ণাটক ও অসমে বিজেপির সঙ্গে সরাসরি লড়াইয়ে কিছুটা মুখরক্ষা করেছে কংগ্রেস। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে জোট না থাকলে কংগ্রেস ৬টি আসনে যে জিততে পারত না তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Indian politics 2024-2025

পরপর দুটি লোকসভা নির্বাচনে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর এবার ৯৯ টি আসনে জিতে কংগ্রেস কিছুটা হলেও মুখরক্ষা করতে পেরেছে। বলা ভাল জাতীয় রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়েছে শতাব্দীপ্রাচীন দলটি। যদিও ভোটের অঙ্ক বলছে তামিলনাড়ুতে ডিএমকে ও উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে জোট না হলে সেই সংখ্যার ধারে কাছে পৌঁছতে পারত না কংগ্রেস।

BJP and Congress performance

গতবারের মতো এবারেও কংগ্রেস সবচেয়ে ভাল ফল করেছে কেরলে। কিন্তু সেখানে বিজেপি নয়, কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল সিপিএম তথা বামেরা। তবে কেরলেও এবার বিজেপি একটি আসনে জয়লাভ করেছে। সবমিলিয়ে কংগ্রেস যেভাবে এই ফলাফলেই কার্যত ‘সেলিব্রেশন’ মুডে রয়েছে বাস্তব ছবিটা কিন্তু তা নয়। তাই প্রকৃত পরিস্থিতি উপলব্ধি করে কংগ্রেসের উচিত সেভাবেই সাংগঠনিক শক্তি বাড়ানোর দিকে নজর দেওয়া। নাহলে জাতীয় রাজনীতিতে তারা ফের অপ্রাসঙ্গিক হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

 

 

আরও পড়ুন- 

কঠিন সময়ে গোষ্ঠীদ্বন্দ্বে বেসামাল বিজেপি! এরপরেও বঙ্গ জয়ের স্বপ্ন দেখছেন শুভেন্দুরা?

৩১ বছর আগের ২১ জুলাই, আর ২০২৪-এর ২১ জুলাই! পরিস্থিতি কী বদল হয়েছে?

‘পাঁচ রাজ্যেই বিজেপি জিতবে’, অবশেষে মাঠে নামার হুংকার মোদীর!

নানা কায়দায় সন্ত্রাস চলছে কাশ্মীরে, বাড়াচ্ছে ‘হাইব্রিড টেররিজম’

সব রহস্য লুকিয়ে ওই সার্ভার-হার্ডডিস্কেই! ম্যারাথন তল্লাশির পর জেরা সিবিআইয়ের

উত্তরপ্রদেশে ‘খেলা হবে’? সরছেন যোগী? চাঞ্চল্যকর টুইট অখিলেশের!

রাজ্যে শুভেন্দু, লোকসভায় রাহুল! এই দুই বিরোধী দলনেতার তফাৎ কোথায়?

সিপিএম সবটা ভেবে বলছে তো? ‘গণশক্তি’র হেডিংয়ের মানে কী?

Politics: PM Modi’s “parasite” comment on Congress highlights the party’s reliance on regional alliances. With only 2 wins out of 75 direct BJP contests, Congress struggles to compete. Can they regain relevance in national politics?