কংগ্রেস নিয়ে কার্যত মৌন, তৃণমূল-সিপিএমকে তোপ মোদীর, সপ্তমে মাথাব্যথা বামেরা?

নিজস্ব প্রতিনিধি:  দেখতে দেখতে লোকসভা নির্বাচন  শেষ হওয়ার মুখে চলে এসেছে। আর বাকি মাত্র একটি দফা। ছয় দফা ভোটের পর পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে সপ্তম দফায়…

BJP rise in South India Narendra Modi, Trinamool Congress, Communist Party of India, election campaign

নিজস্ব প্রতিনিধি:  দেখতে দেখতে লোকসভা নির্বাচন  শেষ হওয়ার মুখে চলে এসেছে। আর বাকি মাত্র একটি দফা। ছয় দফা ভোটের পর পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে সপ্তম দফায় ভোট হলেই শেষ হবে চব্বিশের লোকসভা নির্বাচন পর্ব। শেষ দফায় বাংলায় ভোট হবে৷ ভোট হবে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুরে৷ এছাড়াও ভোট হবে মথুরাপুর, জয়নগর, ডায়মন্ড হারবারে৷ শেষ সফায় দমদম, বারাসত এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট।

গত লোকসভা নির্বাচনে এর সবকটিতেই জিতেছিল তৃণমূল । শুধু জেতাই নয়, প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির থেকে অনেকটাই বেশি মার্জিন ছিল তৃণমূলের। এই পরিস্থিতিতে বাংলায় প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তৃণমূলের পাশাপাশি সমান তালে নিশানা করছেন সিপিএম তথা বামেদের  । সেখানে কংগ্রেস সম্পর্কে কার্যত তাঁকে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি। অথচ এর আগে প্রত্যেকটি জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে বার বার ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সপ্তম দফার আগে প্রচারে এসে প্রধানমন্ত্রীকে সবচেয়ে বেশি সরব হতে দেখা যাচ্ছে তৃণমূল এবং সিপিএমের বিরুদ্ধে। কিন্তু কেন? আসলে এই পর্বের নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্র ছাড়া বাকি প্রত্যেকটিতেই বামেদের প্রার্থী রয়েছেন।

আর এই কেন্দ্রগুলিতে বামেদের মোটের উপর একটা বাধা ভোটব্যাঙ্ক রয়েছে। বিশেষ করে যাদবপুর, দমদম, ডায়মন্ড হারবার, কলকাতা দক্ষিণের মতো কেন্দ্রে আগের চেয়ে সিপিএমের ভোট বাড়বে বলে রাজনৈতিক মহল একপ্রকার নিশ্চিত। সেক্ষেত্রে ক্ষতি হতে পারে বিজেপির। কারণ বামের ভোটের বড় অংশ বিজেপির দিকে চলে যাওয়ার কারণেই বাংলায় শক্তিবৃদ্ধি হয়েছে বিজেপির। তাই সেই ভোট বামেদের দিকে ফেরত আসা মানেই বিজেপির ক্ষতি। যেটা ভাল করেই বুঝতে পারছে বিজেপি। তাই এই কেন্দ্রগুলিতে প্রচারে এসে বিজেপির সর্বস্তরের নেতৃত্ব তৃণমূলের পাশাপাশি সিপিএমকেও সমানভাবে আক্রমণ করছেন। আর এই কেন্দ্রগুলিতে কংগ্রেসের যে ভোট রয়েছে তা একেবারেই নগণ্য।

সেই সূত্রে মঙ্গলবার বাংলায় প্রচারে এসে দুটি কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে শোনা গিয়েছে,

“সিপিএম ও তৃণমূল এক। ওদের দোকান আলাদা হলেও জিনিসপত্র একই। ওরা যা বলে, যা করে, তাতে কোনও তফাৎ নেই। পঞ্চায়েত, বিধানসভা বা লোকসভা নির্বাচন সন্ত্রাস ছাড়া হয় না। সিপিএম আর তৃণমূল বাংলাকে বরবাদ করে দিয়েছে।। বাংলার এমন দুর্দশা করল কারা? প্রথমে কংগ্রেস, তারপর সিপিএম লুট করেছে , আর এখন তৃণমূল দু’হাতে লুট করছে।”

সিপিএমের অন্দরের খবর, এই ৯টির কেন্দ্রের যে আটটিতে বাম প্রার্থী রয়েছেন, তাঁদের মধ্যে দমদমে সুজন চক্রবর্তী এবং যাদবপুরে সৃজন ভট্টাচার্য তৃণমূল এবং বিজেপিকে কড়া টক্কর দিচ্ছেন। এই দুটি কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে বলে রাজনীতির কারবারিরাও মনে করছেন। তাই প্রধানমন্ত্রী শেষ দফায় প্রচারে এসে আগের তুলনায় কেন সিপিএমকে বেশি আক্রমণ করছেন তা বোঝাই যাচ্ছে।

লোকসভা ভোটের সব খবর জানতে নজর রাখুন

Politics: Modi attacks TMC CPM;  As the final phase of the 2024 Lok Sabha elections approaches, PM Modi targets TMC and CPM, sparing Congress. Discover why Modi’s focus has shifted and the implications for Bengal’s key constituencies in the seventh phase of voting.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *