কেন্দ্রে মোদি, রাজ্যে দিদি, এরা দুটোই সমান: সূর্য

দাসপুর: কেন্দ্রে বিজেপি সরকারকে হারাতে গেলে বাম কংগ্রেস জোট অবশ্যই দরকার, এই জোট হলে কেন্দ্রে আসতে পারবে না বিজেপি সরকার। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের তাজপুরে এক কর্মীসভায় এমনই বললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ বলেন, ‘‘রাজ্যে কোন উন্নয়ন হয়নি, শুধুমাত্র ঢাকঢোল পিটিয়ে প্রচার হচ্ছে। প্রতিটি বাম কর্মী বাড়ি বাড়ি যান, গিয়ে মানুষদের সাথে কথা

কেন্দ্রে মোদি, রাজ্যে দিদি, এরা দুটোই সমান: সূর্য

দাসপুর: কেন্দ্রে বিজেপি সরকারকে হারাতে গেলে বাম কংগ্রেস জোট অবশ্যই দরকার, এই জোট হলে কেন্দ্রে আসতে পারবে না বিজেপি সরকার। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের তাজপুরে এক কর্মীসভায় এমনই বললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷

বলেন, ‘‘রাজ্যে কোন উন্নয়ন হয়নি, শুধুমাত্র ঢাকঢোল পিটিয়ে প্রচার হচ্ছে। প্রতিটি বাম কর্মী বাড়ি বাড়ি যান, গিয়ে মানুষদের সাথে কথা বলুন, গণতন্ত্রের হাত শক্ত করতে সিপিএমকে ভোট দেবার জন্য বলুন। এই দুর্নীতিগ্রস্ত দুই সরকারের বিকল্প হিসাবে বাম কংগ্রেস জোট অবশ্যই প্রয়োজন। কেন্দ্রে মোদি, রাজ্যে দিদি- এরা শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে৷ এরা বলছে কৃষকদের আয় দ্বিগুণ করে দেওয়া হয়েছে, আর এদিকে রাজ্যে কৃষক মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, রাজ্যে এই আমলে ২০১ জন কৃষকের মৃত্যুর ঘটনা ঘটলো কি ভাবে,শুধু রাজ্য নয় সারাদেশেই কৃষকদের মৃত্যু মিছিল চলছে, এদিকে সারাদেশ বেকারত্ব ছেয়ে গেছে।দিদির আট বছর, মোদির পাঁচ বছরেও রাজ্যে কোন উন্নয়ন কোন কর্মসংস্থান নেই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 16 =