ইম্ফল থেকে জুনাগড়, কোচবিহার থেকে কালিকট- ১৩’টি রাজ্য, ২৩’টি জনসভা ও ২২ হাজার কিলোমিটারের সফর। নবরাত্রির মধ্যে এই হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসূচি। নবরাত্রিতে উপোস থাকেন প্রধানমন্ত্রী, তার মধ্যেই গড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস তীব্র দাবদাহের মধ্যেই লোকসভা নির্বাচনের জন্য প্রচার করে বেড়াবেন নরেন্দ্র মোদি।
নবরাত্রির সময় প্রধানমন্ত্রীর সফরসূচি বিস্তার রীতিমত চোখ কপালে তুলে দেওয়ার মতো। নবরাত্রির সময় যে যে রাজ্যগুলিতে তিনি গিয়েছেন, সেগুলি হল- ওড়িশা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, গোয়া, বিহার, অসম এবং কেরালা। ন’দিনের উৎসব এই নবরাত্রি। যা প্রধানত উত্তর ও মধ্য ভারতের বাসিন্দাদের মধ্যেই বেশি জনপ্রিয়। শুরু হয়েছিল ৬ এপ্রিল থেকে। শেষ হবে আগামীকাল।