ফের ব্রিগেডের জনসভা মোদি, ভোটের দামামা বাজানোর প্রস্তুতি

কলকাতা: পুরসভা ভোটের দামামা বাজিয়ে ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসের শেষের দিকে ব্রিগেডের জনসভা করতে পারেন তিনি৷ নরেন্দ্র মোদির ব্রিগেডের জনসভা ঘিরে ইতিমধ্যেই বিজেপির বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের অন্দরে শুরু হয়েছে প্রস্তুতি৷ বঙ্গ বিজেপি নেতৃত্বের দাবি, লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর এবার পুরসভার নির্বাচনেও একই ধারা অব্যাহত রাখতে

3 stocks recomended

কলকাতা: পুরসভা ভোটের দামামা বাজিয়ে ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসের শেষের দিকে ব্রিগেডের জনসভা করতে পারেন তিনি৷ নরেন্দ্র মোদির ব্রিগেডের জনসভা ঘিরে ইতিমধ্যেই বিজেপির বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের অন্দরে শুরু হয়েছে প্রস্তুতি৷

বঙ্গ বিজেপি নেতৃত্বের দাবি, লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর এবার পুরসভার নির্বাচনেও একই ধারা অব্যাহত রাখতে আবেদন জানাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে গত ৩ এপ্রিল ব্রিগেডের সভা করেন মোদি৷ ওই দিন প্রধানমন্ত্রী শিলিগুড়িতে একটি বিশাল জনসভায় অংশ নেন৷ একদিনে জোড়া কর্মসূচির জেরে বিজেপির ব্রিগেড সমাবেশে ভিড় ঘিরে শুরু হয় রাজনৈতিক বিতর্ক৷ সেই বিতর্কে যাতে নতুন করে ফিরে না আসে তার জন্য জেলাওয়ারী প্রস্তুতি নিতে শুরু করেতে চলছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ ব্রিগেডে রেকর্ড ভিড় টানার জন্য ইতিমধ্যেই উঠে-পড়ে মানতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷

বিজেপি নেতৃত্বের দাবি, বাংলার ইতিহাসে ১৮টি লোকসভার আসন আগে কখনও পায়নি বিজেপি৷ ফলে বাংলায় বিজেপির ধারাবাহিক উত্থানের জেলে প্রধানমন্ত্রী বঙ্গবাসীর কাছে কৃতজ্ঞতা জানাতে চাইছেন৷ আর সেই কারণে নভেম্বর মাসের শেষের দিকে ব্রিগেডের জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী৷ সেখান থেকে ২০২১ এর বিধানসভা নির্বাচনের বিষয়েও বেশ কিছু বার্তা দিতে পারেন বলেও মনে করছেন রাজ্য বিজেপি নেতৃত্ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *