মিশন বাংলা! ফের বাংলায় আসছেন RSS প্রধান

কলকাতা: ফের রাজ্য সফরে আসছেন মোহন ভাগবত৷ বৈঠক করবেন রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে৷ দু’মাসে দু’বার বাংলা সফর করতে চলেছেন তিনি৷ এবার টানা চার দিনের পশ্চিমবঙ্গ সফর করবেন আরএসএস প্রধান৷ জানা গিয়েছে, আগামী ১৯ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য থাকবেন মোহন ভাগবত৷ রাজ্যে বিজেপি সাংগঠনিক বৈঠক বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলার কথা রয়েছে তাঁর৷ এনআরসি সহ-সাংগঠনিক

মিশন বাংলা! ফের বাংলায় আসছেন RSS প্রধান

কলকাতা: ফের রাজ্য সফরে আসছেন মোহন ভাগবত৷ বৈঠক করবেন রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে৷ দু’মাসে দু’বার বাংলা সফর করতে চলেছেন তিনি৷ এবার টানা চার দিনের পশ্চিমবঙ্গ সফর করবেন আরএসএস প্রধান৷

জানা গিয়েছে, আগামী ১৯ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য থাকবেন মোহন ভাগবত৷ রাজ্যে বিজেপি সাংগঠনিক বৈঠক বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলার কথা রয়েছে তাঁর৷  এনআরসি সহ-সাংগঠনিক বিস্তান নিয়ে তিনি বৈঠক করতে পারেন৷ এছাড়াও, ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আরও কীভাবে সংগঠন বাড়ানো যায়, তা নিয়েও বৈঠক করবেন তিনি৷ রাজ্যে এনআরসি চালু করলে কী কী সমস্যার সম্মুখীন হতে হবে, কী সুবিধা হতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে খবর৷

জানা গিয়েছে, ওই দিনের রাজ্য সফরে এসে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলার পাশাপাশি সাংগঠনিক ত্রুটি নিয়েও বিস্তর আলোচনা করতে পারেন সঙ্ঘ প্রধান৷ পাশাপাশি তিনি কথা বলতে পারেন বলে মনে করা হচ্ছে৷ গত পয়লা সেপ্টেম্বর দিলীপ ঘোষ সহ কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে করেন সঙ্ঘচালক মোহন ভাগবত৷ রাজ্যের বিজেপির সাংগঠনিক বিষয়ে খোঁজ-খবর নেন তিনি৷ গত ২ সেপ্টেম্বর বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিকদের বিশিষ্ট বাড়িতেও যান তিনি৷ ফুলবাগানের একটি ধর্মীয় কর্মশালায় তিনি যোগ দেন৷ এরপর ওই রাতে কেশব ভবন থেকে দিল্লি ফিরে যান মোহন ভাগবত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − nine =