মিশন বাংলা! ভোটের নকশা ছকতে ফের বাংলা সফরে অমিত শাহ

কলকাতা: লোকসভা ভোটের শেষ দফার প্রচারে বাংলায় এসেছিলেন অমিত শাহ৷ করেছিলেন বিরাট রোডশো৷ সেই রোডশো ঘিরে তোলপাড় ফেলে দিয়েছিল গোটায় বাংলায়৷ অমিত শাহের মিছিল শেষে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর নিয়ে উত্তাল হয়েছিল বাংলার রাজনীতির ময়দান৷ প্রভাব পড়েছিল দেশেও৷ এবার সেই বিতর্কের পর ফের বাংলায় পা রাখতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত

মিশন বাংলা! ভোটের নকশা ছকতে ফের বাংলা সফরে অমিত শাহ

কলকাতা: লোকসভা ভোটের শেষ দফার প্রচারে বাংলায় এসেছিলেন অমিত শাহ৷ করেছিলেন বিরাট রোডশো৷ সেই রোডশো ঘিরে তোলপাড় ফেলে দিয়েছিল গোটায় বাংলায়৷ অমিত শাহের মিছিল শেষে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর নিয়ে উত্তাল হয়েছিল বাংলার রাজনীতির ময়দান৷ প্রভাব পড়েছিল দেশেও৷ এবার সেই বিতর্কের পর ফের বাংলায় পা রাখতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷
জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই একবার বাংলা ঘরে যেতে পারেন বিজেপির সভাপতি৷

দু’দিনের রাজ্য সফল হতে পারে বলেও বিজেপি সূত্রে খবর৷ চূড়ান্ত দিনক্ষণ এখনও ঠিক না হলেও সেপ্টেম্বর মাসের শেষের দিকে বাংলায় পা রাখতে পারেন নরেন্দ্র মোদির প্রধান সেনাপতি অমিত শাহ৷ অমিত শাহের সঙ্গে বাংলায় আসার সম্ভাবনা রয়েছে বিজেপির কার্যকারী সভাপতি জেপি নাড্ডার৷ রাজ্য বিজেপির সাংগঠনিক সভাতে অমিত শাহের হাজির করানো নিয়ে বিজেপির অন্দরের শুরু হয়েছে ঘর গোছানোর পালা৷ কার্যকরী সভাপতি সফরের আগে দলের অন্দরে শুরু হয়েছে চূড়ান্ত তৎপরতা৷

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এর আগেও একাধিকবার বাংলায় এসেছিলেন অমিত শাহ৷ তৈরি করে গেছিলেন লোকসভা যুদ্ধজয়ের রণকৌশল৷ এবার সামনে পুরসভা নির্বাচন৷ তার পরেই রয়েছে বাংলা ভোট৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে গুটি সাজাতে তৈরি বিজেপি শিবির৷ পরপর দুটি নির্বাচনকে কথা মাথায় রেখে বেশ কিছু টোটকা দিতে পারেন অমিত শাহ, মনে করছে দলের একাংশ৷

বিজেপি সূত্রে খবর, আপাতত পুরসভা নির্বাচনকে টার্গেট করে রাজ্য বিজেপি সভাপতি অমিত শাহের পরামর্শ নেওয়া হতে পারে৷ কেননা বছর ঘুরলে ১০০টির বেশি পুরসভা নির্বাচন হওয়ার কথা৷ একই সঙ্গে রয়েছে কলকাতা পুরসভার নির্বাচন৷ ২০২১-এর নির্বাচনের আগে পুরসভা নির্বাচনের মধ্যে দিয়ে অ্যাসিড টেস্ট করিয়ে নিতে চাইছে বঙ্গ বিজেপি শিবর৷ আর তার জেরে আগাম প্রক্রিয়াও শুরু করে দিতে চলেছে বঙ্গ বিজেপি শিবির৷ ইতিমধ্যেই সাংগঠনিক বেশকিছু রদবদল পরিকল্পনাও রয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =