বারাসত: প্রায় এক সপ্তাহ ‘নিখোঁজ’ বনগাঁর পুরসভার ১১ জন তৃণমূল কাউন্সিলর৷ দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতেই ১১ জন তৃণমূল কাউন্সিলরের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় ফের তপ্ত সীমান্ত শহর বনগাঁর রাজনীতি৷ বনগাঁ পুরসভার দলীয় চেয়ারম্যান শংকর আঢ্য বৃহস্পতিবার রাতে বনগাঁর খোদ পুলিশ সুপারের কাছে ১১ জন তৃণমূল কাউন্সিলর ‘নিখোঁজ’ হওয়ার অভিযোগ দায়ের করেছেন৷ নিখোঁজ অভিযোগ দায়েক হতেই সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্য তুলে ধরলেন ১ জন কাউন্সিলর৷
চেয়ারম্যানের দাবি, ১১ কাউন্সিলরকে বাড়িতে পাওয়া যাচ্ছে না৷ আসনেন না পুরসভায়৷ আর তাতেই ভেঙে পড়েছে পরিষেবা৷ বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে অভিযোগ হতেই ‘নিখোঁজ’ ১১ জন কাউন্সিলর ফেসবুক লাইভ করে জানিয়েছেন, তাঁরা সবাই একত্রিত রয়েছেন৷ তাঁরা কেউ নিখোঁজ হয়ে যাননি৷ বাড়িতেও তাঁদের সঙ্গে যোগাযোগ রয়েছে৷ অনাস্থা ইস্যু ঘিরে দলীয় নেতাদের অভিযোগ, পাল্টা অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে৷