মিসড কল দিলেই মিলবে নেতা হওয়ার সুযোগ, আসছে নয়া ব্যবস্থা

নেতা হতে চান? কিংবা সদস্য? তাহলে আপনার জন্য নয়া পরিষেবা ফিরিয়ে আনছে বিজেপি৷ বিধানসভা ভোটকে মাথায় রেখে বুথভিত্তিক সংগঠন আরও চাঙ্গা করতে মিসড কল পরিষেবা চালু করতে চলছে বঙ্গ বিজেপি৷ নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর ২০১৪ সালে মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছিল৷ মিসড কল দিয়ে বিজেপির সদস্যপদ নিয়েছিলেন ৪২ লক্ষ মানুষ৷

4539b333319b8c75a17b18b5b6f65684

মিসড কল দিলেই মিলবে নেতা হওয়ার সুযোগ, আসছে নয়া ব্যবস্থা

নেতা হতে চান? কিংবা সদস্য? তাহলে আপনার জন্য নয়া পরিষেবা ফিরিয়ে আনছে বিজেপি৷ বিধানসভা ভোটকে মাথায় রেখে বুথভিত্তিক সংগঠন আরও চাঙ্গা করতে মিসড কল পরিষেবা চালু করতে চলছে বঙ্গ বিজেপি৷

নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর ২০১৪ সালে মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছিল৷ মিসড কল দিয়ে বিজেপির সদস্যপদ নিয়েছিলেন ৪২ লক্ষ মানুষ৷ যদিও তার বাস্তব ভিত্তি নিয়ে দলের অন্দরেই ওঠে নানান প্রশ্ন৷ কিন্তু, উঠলেও ফের দ্বিতীয় দফায় ৬ জুলাই থেকে মিসড কলের মাধ্যমে সদস্য সংখ্যা বাড়ানোর পথে হাটতে চলেছে বিজেপি নেতৃত্ব৷

বিজেপির এই সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল-সিপিএম-সহ বিরোধী শিবির৷ বিজেপিকে কার্যত ‘মিসড কল পার্টি’ বলেও আখ্যা দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলির তরফে৷ কিন্তু লোকসভা ভোটে রাজ্যবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থনে পর এবার আরও সদস্যদের সংখ্যা বাড়াতে চলেছে বঙ্গ বিজেপি৷ যার মূল লক্ষ্য, বুথে বুথে অন্তত ২০ জন করে সক্রিয় কর্মী গড়ে তোলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *