মির্জাকে নিয়ে মুকুলের বাড়িতে CBI হানা, বাড়ছে আশঙ্কা!

কলকাতা: প্রায় আড়াই ঘণ্টার জেরার পর্বের রেশ কাটতে না কাটতেই মুকুল রায়ের বাড়িতে সিবিআই৷ আইপিএস মির্জাকে নিয়ে মুকুল রায়ের বাড়িতে সিবিআইয়ের আধিকারিক রঞ্জিৎ কুমার-সহ বিশেষ দল৷ আজ সকালে মির্জাকে নিয়ে মুকুল রায় বাড়িতে যান সিবিআইয়ের বেশ কয়েকজন আধিকারিক৷ ঘটনার পুনঃনির্মাণ করতে মুকুল রায় বাড়িতে যাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ মুকুল রায়ের এনগিন রোডের ফ্ল্যাটে

মির্জাকে নিয়ে মুকুলের বাড়িতে CBI হানা, বাড়ছে আশঙ্কা!

কলকাতা: প্রায় আড়াই ঘণ্টার জেরার পর্বের রেশ কাটতে না কাটতেই মুকুল রায়ের বাড়িতে সিবিআই৷ আইপিএস মির্জাকে নিয়ে মুকুল রায়ের বাড়িতে সিবিআইয়ের আধিকারিক রঞ্জিৎ কুমার-সহ বিশেষ দল৷

আজ সকালে মির্জাকে নিয়ে মুকুল রায় বাড়িতে যান সিবিআইয়ের বেশ কয়েকজন আধিকারিক৷ ঘটনার পুনঃনির্মাণ করতে মুকুল রায় বাড়িতে যাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ মুকুল রায়ের এনগিন রোডের ফ্ল্যাটে নারদকাণ্ডের পুনর্নির্মাণ করতে মুকুলের বাড়িতে যান সিবিআইয়ের ৫ সদস্যের আধিকারিক৷ মুকুল রায়ের বাড়িতে গিয়ে আইপিএস অফিসার এসএমএইচ মির্জা জানান, তিনি মুকুলকে এক কোটি ৭০ লক্ষ টাকা দিয়েছিলেন৷ ঠিক কোথায় তিনি টাকাটা দিয়েছিলেন তা দেখাতে মির্জাকে নিয়ে এই এনগিন রোডের ফ্ল্যাটে যান সিবিআর আধিকারিকরা৷

এদিন সিবিআইয়ের আধিকারিকদের আইপিএস মির্জা জানান, তিনি মুকুল রায়ের বাড়িতে যখন টাকা দিতে পৌঁছেছিলেন, তখন তিনি লিফট ব্যবহার করেছিলেন৷ আর সেই মতো সিবিআইয়ের আধিকারিকদের লিফটে করে মুকুল রায়ের তিন তলার ফ্ল্যাটে নিয়ে যান মির্জা৷ সেখানেই ছিলেন মুকুল রায়৷ এরপর আধিকারিকদের নিয়ে মির্জা মুকুলের ফ্ল্যাটে ঢুকে যান৷ সিবিআইয়ের আধিকারিকরা সেখানেই দীর্ঘক্ষণ কথা বলেন৷ সিবিআই সূত্রে খবর, মুকুল রায়ের ফ্ল্যাটেও এক দফায় উভয়কে জেলা করা হয়৷ করা হয় ভিডিও রেকর্ডিং৷ মির্জা সিবিআইয়ে জানিয়েছেন, তিনি মুকুলের এলগিন রোডের ফ্ল্যাটে গিয়ে ১ কোটি ৭০ লক্ষ টাকা দিয়ে এসেছিলেন৷

সিবিআই সূত্রে খবর, শনিবার জেরা পর্বের শুরুতে মুকুল রায়কে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের আধিকারিকরা৷ তারপর ধৃত আইপিএস মির্জার মুখোমুখি বসিয়ে মুকুলকে জেরা করা হয়৷ এদিন জেরা পর্বে নারদের ফুটেজ দেখিয়ে দু’জনকের জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর৷ জেরায় নারদ ফুটেজে মির্জার ফোনে কথোপকথনের ভিত্তিতে দু’জনকে জেরা করে এক কোটি ৭০ লক্ষ টাকার হদিস জানতে চান সিবিআইয়ের আধিকারিকরা৷ সিবিআইয়ের প্রশ্নের জবাবে মুকুল রায় জানান, তাঁর কাছে নারদকর্তা ম্যাথু স্যামুয়েল এসেছিলেন ব্যবসা-বাণিজ্যের সহযোগিতা চাইতে৷ সেই সংক্রান্ত সহযোগিতার জন্যই তিনি আশ্বাস দিয়েছিলেন৷ কিন্তু সেখানে কোনও টাকার লেনদেন হয়নি বলেও দাবি করেন তিনি৷

শনিবার সিবিআই জেরা শেষের মুকুল রায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তদন্তকারী সংস্থাকে সহযোগিতা না করতে৷ কিন্তু আমি বলি, তদন্তকারী সংস্থা যতবার ডাকবে ততোবার আমি সহযোগিতা করব৷ আমিও বলছি, যতবার সিবিআই ডাকবে, আমি ততবার আসব৷ তদন্তে সহযোগিতা করব৷’’ শনিবার শেষ বালায় জেরা পর্ব শেষ হতে না হতেই আজ রবিবার ফের মির্জাকে নিয়ে মুকুলের বাড়িতে সিবিআই অভিযান ঘুরে তুঙ্গে চর্চা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *