দিনহাটায় অবাধ ভোট হয়েছে বলে ‘ক্ষুব্ধ’ উদয়ন! মন্ত্রীর বক্তব্যে তীব্র বিতর্ক

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর মন্তব্যে বিতর্ক (Udayan Guha controversy) শান্তিপূর্ণ ভোট হয়নি বহু লোকসভা কেন্দ্রে। এমনটাই অভিযোগ বিজেপির। বিজেপির দাবি অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে আরও বেশি…

udayan guha West Bengal Vote

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর মন্তব্যে বিতর্ক (Udayan Guha controversy)

শান্তিপূর্ণ ভোট হয়নি বহু লোকসভা কেন্দ্রে। এমনটাই অভিযোগ বিজেপির। বিজেপির দাবি অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে আরও বেশি আসনে জিতত তারা। এই পরিস্থিতিতে দিনহাটার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ যে মন্তব্য করেছেন তাতে বিজেপির দাবি কিছুটা হলেও মান্যতা পেল বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।

নেতাদের ভূমিকায় ক্ষুব্ধ উদয়ন-মন্ত্রী (Dinhata Vote)

কোচবিহার লোকসভায় তৃণমূল জয় পেলেও এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত দিনহাটা এবং কোচবিহার পুরসভায় বিজেপি বেশি ভোট পেয়েছে তৃণমূলের থেকে। তাতে দলের কাউন্সিলরদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ উদয়ন।

একদম সাধুর মতো ভোট

তৃণমূল বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে এ বিষয়ে বলতে শোনা গিয়েছে,

“আমরা কোচবিহার শহরে ভোটে হেরেছি। দিনহাটা শহরে ভোটে হেরেছি। দিনহাটা শহরে হারের পিছনে তৃণমূলের কমিটি যেমন দায়ী, তেমনই দিনহাটার নাগরিক হিসাবে আমিও ততটাই দায়ী। কিন্তু সব থেকে বেশি দায়ী দিনহাটা পুরসভার কয়েকজন কাউন্সিলর। তাঁদের নিজেদের গায়ে কালি না লাগে, তাঁদের মানুষ যেন কিছু না বলতে পারেন, তাঁরা ভোটটা এমন করে করেছেন। যেন কারও উপর কোনও জোর দেখাচ্ছি না, কাউকে কোনও হুমকি দিচ্ছি না। একদম সাধুর মতো ভোট করিয়েছেন। তার ফলস্বরূপ আমরা ২০০০ ভোটে হেরেছি। না হলে আমরা হারতাম না। এবার যারা সাধুর বেশ ধারণ করেছিলেন, আগামী পুরসভা নির্বাচনে তাঁরা গায়ের জোর না দেখিয়ে কীভাবে ভোটে জেতেন সেটাই দেখার।”

শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে ক্ষুব্ধ মন্ত্রী?

তবে কী শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে ক্ষুব্ধ মন্ত্রী? তবে কী তিনি চাইছিলেন জোর জবরদস্তি করে ভোট হোক দিনহাটা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে? বুথে বুথে ছাপ্পা ভোট হোক এমনটাই চেয়েছিলেন তিনি? এই সমস্ত প্রশ্ন স্বাভাবিকভাবেই তুলছে বিজেপি। শুধু তাই নয়, শাসকদলের কাউন্সিলরদের একাংশ পুরসভা নির্বাচনে ‘গায়ের জোরে’ জেতার চেষ্টা করেন বলে কার্যত বলতে চেয়েছেন উদয়ন। আর তাতেই দেখা দিয়েছে বিতর্ক।

নির্বাচনে তৃণমূল ‘গায়ের জোর’ খাটিয়ে  জিতেছে?

তবে কী পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ‘গায়ের জোর’ খাটিয়ে একতরফাভাবে জিতেছে? যে অভিযোগ বিজেপি করে আসছে তা কী সত্যি? রাজনৈতিক মহল মনে করছে এই উদয়নের এই বক্তব্য নিঃসন্দেহে অস্বস্তি বাড়াল তৃণমূলের। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব কোনও মন্তব্য করেন কিনা এখন সেটাই দেখার।

আরও পড়ুন-

বামেদের সঙ্গে জোট ভেঙে তৃণমূলমুখী কংগ্রেস?

পরিস্থিতি বেগতিক! চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ছক কষা

প্রিমিয়ার ট্রেনের নিরাপত্তা নিয়েই কী বেশি চিন্তিত রেল? 

ভোট মিটতেই রাজ্যে কেন্দ্রীয় দল! প্রতিহিংসা নাকি?

Politics: West Bengal Minister Udayan Guha‘s recent statement on the Dinhatta vote has sparked controversy. Read more to know what he said and how it has affected the political landscape. Udayan Guha controversy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *