ভাঙড়: বিপুল ভোটে জয়ের পর সাংসদে গিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী৷ তাঁর জের ব্যবধান বাড়িয়ে দিয়েছিল ভাঙড়ের ভোট৷ এবার সেই ভাঙড়ে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিজয় অনুষ্ঠান উপলক্ষ্যে চটুল গানের সঙ্গে অশালীন নাচের আয়োজন স্থানীয় তৃণমূল নেতৃত্বের৷ তৃণমূল নেতার আয়োজন করা নাচের অনুষ্ঠান এতটাই অশালীন ছিল, পুলিশ গিয়ে জলসা বন্ধ করে দিতে বাধ্য হয়৷
দলের নির্দেশে বিজয় মিছিল করা না হলেও লোকসভা নির্বাচনে ভোটের মার্জিন বেশি হওয়ায় দলের কর্মীদের চাঙ্গা করতে জলসার আয়োজন করা হয়৷ ভাঙড়ের নিমকুড়িয়া গ্রামে এই জলসা ঘিরে তৈরি হয় চূড়ান্ত বিতর্ক৷ পুলিশের অনুমতি না নিয়ে অনুষ্ঠান করার দায়ে পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয়৷ সেই অনুষ্ঠানে চলছিল চটুল গানের সঙ্গে অশালীন নাচ৷ অশ্লীল নাচগান আয়োজনের অভিযোগ ওঠে শাসকদলের উপ-প্রধানের বিরুদ্ধে৷ ভাঙড়ের কাশীপুর থানা এলাকায় এই নাচগানের আসর বসার খবর পেয়ে পুলিশ বিচিত্রানুষ্ঠান বন্ধ করে দেয়৷ অশ্লীল নাচগান আয়োজন করায় অভিযুক্ত উপপ্রধান আনসার মোল্লা ও তাঁর অনুগামীদের ডেকে ভর্ৎসনা করেছেন আরাবুল ইসলাম-সহ তৃণমূল নেতৃত্ব৷ আরাবুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনা খুবই নিন্দাজনক৷ এমন ঘটনা যাতে ভবিষ্যতে না হয়, সেদিকে তিনি লক্ষ্য রাখবেন বলেও জানিয়েছেন৷