শিশু ও মাকে বিনামূল্যে দুধ বিলি বাংলার এই গ্রাম পঞ্চায়েতের

হলদিয়া: মিড ডে মিলে নুন ভাত দেওয়াকে কেন্দ্র করে কম বিতর্ক হয়নি৷ সেই বিতর্ক থামাতে কার্যত আসরে নামতে বাধ্য হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মিড ডে মিলে পড়ুয়ারা যাতে দুবেলা-দুমুঠো পুষ্টিকর খাদ্য খেতে পারে তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার মুখ্যমন্ত্রী সেই বার্তাকে সামনে রেখে গ্রামের অপুষ্ট শিশুদের জন্য টাটকা দুধ বিনামূল্যে বিলি করার

3 stocks recomended

হলদিয়া: মিড ডে মিলে নুন ভাত দেওয়াকে কেন্দ্র করে কম বিতর্ক হয়নি৷ সেই বিতর্ক থামাতে কার্যত আসরে নামতে বাধ্য হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মিড ডে মিলে পড়ুয়ারা যাতে দুবেলা-দুমুঠো পুষ্টিকর খাদ্য খেতে পারে তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার মুখ্যমন্ত্রী সেই বার্তাকে সামনে রেখে গ্রামের অপুষ্ট শিশুদের জন্য টাটকা দুধ বিনামূল্যে বিলি করার উদ্যোগ নিল মহিষাদলের ইটামগরা ২ গ্রাম পঞ্চায়েত৷

পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, এলাকার সমস্ত অপুষ্টিতে আক্রান্ত শিশু ও তার মায়ের জন্য সুষম পুষ্টিকর গোরুর দুধ বিনামূল্যে সরবরাহ করা হবে৷ সেই দুধগুলি যোগান দেবেব স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা৷ সরকারিভাবে নথিভূক্ত রুগ্ন মা ও শিশুদের বাড়িতে গিয়ে সেই দুধ পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷

এই কাজে স্থানীয় আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজে লাগানোর বিষয় ভাবনা চিন্তা করছে পঞ্চায়েত৷ গ্রাম পঞ্চায়েত তাদের নিজস্ব তহবিল থেকে খরচ বহন করবে বলে জানা গিয়েছে৷ গ্রাম পঞ্চায়েত এলাকায় অপুষ্টি দূরীকরণের লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছে পঞ্চায়েত প্রধান শম্পা কাঁপ৷

তিনি জানিয়েছেন, এলাকায় যেহেতু অপুষ্টতে আক্রান্ত শিশু ও মার সুরক্ষার জন্য এই দুধ বিলি করার প্রক্রিয়া শুরু হচ্ছে৷ পঞ্চায়েতের ১২টি গ্রামে এই প্রকল্প ছড়িয়ে দেওয়া হবে৷ একইসঙ্গে সরকারি নথিভূক্ত ৬২ জন অপুষ্ট শিশু ও তার মায়ের সহায়তায় এই প্রকল্পে বলে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *