পাহাড়ে সভা তৃণমূলের, ‘বাতিল’ অমিত শাহের দার্জিলিং সফর

কলকাতা: ফের বিজেপি সভাপতির বাংলার সভা ঘিরে বিতর্ক৷ প্রথম দফা ভোটের দিনে দেখিয়ে এবার ১১ এপ্রিল দার্জিলিংয়ে বিজেপি সভাপতির সভার অনুমতি দিল না জেলা প্রশাসন৷ জেলা প্রশাসন সূত্রে খবর, ওই দিন পাহাড়ে সভা করার জন্য আগে থেকেই আবেদন জানিয়েছে তৃণমূল৷ শাকসদলের সভা অনুমতি গৃহত হওয়ার জেরেই অমিতের সভায় ‘না’ জেলা প্রশাসনের৷ আগামী ১১ এপ্রিল, বৃহস্পতিবার

পাহাড়ে সভা তৃণমূলের, ‘বাতিল’ অমিত শাহের দার্জিলিং সফর

কলকাতা: ফের বিজেপি সভাপতির বাংলার সভা ঘিরে বিতর্ক৷ প্রথম দফা ভোটের দিনে দেখিয়ে এবার ১১ এপ্রিল দার্জিলিংয়ে বিজেপি সভাপতির সভার অনুমতি দিল না জেলা প্রশাসন৷ জেলা প্রশাসন সূত্রে খবর, ওই দিন পাহাড়ে সভা করার জন্য আগে থেকেই আবেদন জানিয়েছে তৃণমূল৷ শাকসদলের সভা অনুমতি গৃহত হওয়ার জেরেই অমিতের সভায় ‘না’ জেলা প্রশাসনের৷

আগামী ১১ এপ্রিল, বৃহস্পতিবার উত্তরবঙ্গে জোড়া জনসভা করতে বাংলায় আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের৷ ওইদিন দার্জিলিং এবং রায়গঞ্জে নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার কথা ছিল৷ ১১ এপ্রিল গোটা দেশে প্রথম দফার ভোট। পশ্চিমবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে এই পর্বে ভোটগ্রহণ হবে। ওইদিনই উত্তরবঙ্গের দুই জেলায় অমিত শাহর সভা৷

কিন্তু, ভোটের দিনে সভার অনুমতি না পেয়ে বিকল্প পরিকল্পনা নিতে শুরু করেছে গেরুয়া শিবির৷ বিজেপির অভিযোগ, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে রয়েছে৷ ফলে, ভোটের বাজারে দুই শীর্ষ রাজনৈতিক নেতা-নেত্রীর নিরাপত্তার কথা ভেবে দার্জিলিংয়ে অমিত শাহের সভার অনুমতি দিল না জেলা প্রশাসন৷ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওইদিন পাহাড়ে সভা করার জন্য আগেই আবেদন জানিয়েছে তৃণমূল৷ আর তাই তৃণমূলের তরফে করা আবেদনটিই মঞ্জুর করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 9 =