পানশালায় মিলছে ‘বাংলা’, দেখেই অগ্নিশর্মা মেয়র

দুর্গাপুর: সরকার অনুমদিত মদের দোকানের বাইরে বড়বড় করে লেখা, এখানে ‘বাংলা’ পাওয়া যায়৷ কিন্তু, ‘দেশি’র বদলে কেন লেখা হল ‘বাংলা’? সরকারি অনুমদিত মদবিক্রেতার এহেন কাণ্ড দেখে রেগে লাল দুর্গাপুর পুরসভার মেয়র৷ পরে শাসকের রোষে পড়ে ‘বাংলা’ মুখে লেখা হয় ‘দেশি’৷ জানা গিয়েছে, দুর্গাপুরের কোকওভেন থানা এলাকা দিয়ে দলীয় কাজে যাচ্ছিলেন দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তি৷

পানশালায় মিলছে ‘বাংলা’, দেখেই অগ্নিশর্মা মেয়র

দুর্গাপুর: সরকার অনুমদিত মদের দোকানের বাইরে বড়বড় করে লেখা, এখানে ‘বাংলা’ পাওয়া যায়৷ কিন্তু, ‘দেশি’র বদলে কেন লেখা হল ‘বাংলা’? সরকারি অনুমদিত মদবিক্রেতার এহেন কাণ্ড দেখে রেগে লাল দুর্গাপুর পুরসভার মেয়র৷ পরে শাসকের রোষে পড়ে ‘বাংলা’ মুখে লেখা হয় ‘দেশি’৷

জানা গিয়েছে, দুর্গাপুরের কোকওভেন থানা এলাকা দিয়ে দলীয় কাজে যাচ্ছিলেন দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তি৷ যাওয়ার পথে হঠাতই একটি মদের দোকানের বাইরে ‘বাংলা পাওয়া যায়’ বলে একটি বিজ্ঞাপন চোখে পড়ে তাঁর৷ মুহূর্তেই গাড়ি নিয়ে পানশালায় ঢোকেন তিনি৷ কথা বলেন দোকান মালিকের সঙ্গে৷ দেশি মদকে বোঝাতে কেন ‘বাংলা’ শব্দটি ব্যবহার করা হয়েছে, তা জানতে চান তিনি৷

মদবিক্রেতা জানান, দেশি মদ বলতে সাধারণ জনতা ‘বাংলা’ বলেই চেনে৷ ফলে তিনি ‘বাংলা’ শব্দটি ব্যবহার করেছেন৷ দোকান মালিকের যুক্তি উড়িয়ে মেয়র স্পষ্ট জানান, ‘বাংলা’ শব্দের কোনও ভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না৷ অবিলম্বে ওই লেখা মুছতে হবে৷ পরে নিজে হাতে বাংলা মুছে দেন তিনি৷ মদের দোকানে ‘বাংলা’ শব্দটি ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়ে দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তি জানান, এটা বাংলা ভাষার অবমাননা৷ পানশালার মালিক কেদারনাথ শর্মা ভুল স্বীকার করে ‘বাংলা’ শব্দটি মুছে দেন৷ ‘বাংলা’ মুছে লোখা হয় ‘দেশি’৷ ভাষার প্রতি মেয়রের এই সম্মানকে স্বাগত জানিয়েছেন দুর্গাপুরের বাসিন্দারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + twenty =