পুজো দিয়ে গান্ধী সংকল্প যাত্রায় মেদিনী কাঁপালেন দিলীপ

মেদিনীপুর: নিজের দুর্গ মেদিনীপুর টাউন থেকে গান্ধী সংকল্প যাত্রা শুরু করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ আজ সকালে শালবনির কোন্ননগর মন্দিরে পুজো দিয়ে সংকল্প যাত্রা শুরু করেন তিনি৷ পুজোর পর কর্মী-সমর্থকদের নিয়ে সংকল্প যাত্রা কর্মসূচিতে বেশ কয়েক কিলোমিটার পদযাত্রা করেন মেদিনীপুরের সাংসদ৷ আগামী ২৬ অক্টোবর পর্যন্ত চলবে বিজেপির এই সংকল্প যাত্রা৷ সংকল্প যাত্রা শুরু করে

মেদিনীপুর: নিজের দুর্গ মেদিনীপুর টাউন থেকে গান্ধী সংকল্প যাত্রা শুরু করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ আজ সকালে শালবনির কোন্ননগর মন্দিরে পুজো দিয়ে সংকল্প যাত্রা শুরু করেন তিনি৷

পুজোর পর কর্মী-সমর্থকদের নিয়ে সংকল্প যাত্রা কর্মসূচিতে বেশ কয়েক কিলোমিটার পদযাত্রা করেন মেদিনীপুরের সাংসদ৷ আগামী ২৬ অক্টোবর পর্যন্ত চলবে বিজেপির এই সংকল্প যাত্রা৷ সংকল্প যাত্রা শুরু করে দিলীপ বলেন, ‘‘গান্ধীজি অহিংসা, নেশামুক্ত সমাজ গড়ার বার্তা দিয়েছিলেন৷ গান্ধীজির সেই বার্তা কার্যকর করতে পারলে বাংলায় পরিবর্তন আনা সম্ভব৷ আর সেই গান্ধীজির আদর্শকে তুলে ধরতে আমরা এই সংকল্প যাত্রা শুরু করেছি৷’’

পুজো দিয়ে গান্ধী সংকল্প যাত্রায় মেদিনী কাঁপালেন দিলীপ

রবিবার সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ জানান, উৎসবের কথা ভেবে ২৬ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে মোট ৬৫০০ কিলোমিটার পদযাত্রা করা হবে৷ ‘গান্ধী সংকল্প যাত্রা’ কর্মসুচির ঘোষণা করে দিলীপের মন্তব্য, ‘‘উৎসবের কথা মাথায় রেখে আমরা আগামী ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এই সংকল্প যাত্রার ডাক দিয়েছি৷ রাজ্যজুড়ে বিজেপির তরফে এই যাত্রা করা হবে৷ যাত্রা শেষে সন্ধ্যায় জনসভার আয়োজন ও রাত্রিবাস করা হবে৷ রাজ্যের প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে অন্তত ১৫০০ কিলোমিটার পদযাত্রা করা হবে৷ মোট ৬৫০০ কিলোমিটার পথে যাত্রা হবে৷ যাত্রা শেষে সন্ধ্যায় হবে সভা৷’’

মহাত্মা গান্ধীর আদর্শকে তুলে ধরে রাজ্যব্যাপী এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তিনি৷ জনমনে গান্ধীজির বাণী তুলে ধরা হবে বলেও জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ সমস্ত পঞ্চায়েত, মণ্ডল সভাপতি, জেলা সভাপতি ও সাংসদ-বিধায়করা এই পদযাত্রায় অংশ নেবেন বলেও জানিয়েছেন দিলীপ৷ যাত্রায় মোদির স্বচ্ছ ভারত অভিযান সহ প্লাস্টিক দূষণ থেকে শুরু করে নাগরিকত্ব সংশোধনী বিল ওই পদযাত্রায় তুলে ধরা হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ৷

২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচন রয়েছে৷ ২৯৪টি বিধানসভা কেন্দ্রে নেওয়া হবে ভোট৷ গত বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে তৃণমূল ক্ষমতা দখল করেছে৷ তবে গত লোকসভা নির্বাচনের ফলাফল রাজ্য বিধানসভার কেন্দ্রগুলিতে বিরাট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে৷ বাংলা থেকে শুধুমাত্র ১৮টি লোকসভা কেন্দ্রে বিজেপি ছিনিয়ে নিয়েছে৷ রাজ্যের অধিকাংশ বিধানসভায় এগিয়ে বিজেপি৷ লোকসভা নির্বাচনে যেসব বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে, সেখানে দলীয় সংগঠন সক্রিয় করে তুলতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব৷

রাজ্য বিজেপির এক নেতা জানিয়েছেন, লোকসভা নির্বাচনে যে বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে, সেগুলি ধরে রাখতে হবে৷ সেই জন্য দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় করে তোলা হচ্ছে৷ সেজন্য স্থানীয় নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিতে চলেছে দল৷ এগিয়ে থাকা বিধানসভা কেন্দ্রগুলি এই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা শুরু হচ্ছে৷ সেখানে কেন্দ্রীয় নেতাদের হাজির থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে৷ এই প্রশিক্ষণ শিবিরে দলীয় কর্মীদের এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিলের পাঠ দেওয়া হবে বলে বিজেপি সূত্রে খবর৷ পুজোয় উদ্বোধনে এসে বিধানসভা নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরি করে দিয়েছেন সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আর সেই ভিত্তিতে প্রচারে নামতে চলেছে গেরুয়া শিবির৷ আগামী বিধানসভা নির্বাচনে প্রচারে বিজেপি হাতিয়ার নাগরিকত্ব সংশোধনী বিল ও রাজ্যর আইনি ব্যবস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 12 =