কলকাতা: বেড়েছে ভাতা৷ একলাফে ১০ হাজার টাকা হয়েছে কলকাতা পুরসভার কাউন্সিলরদের ভাতা৷ আর এই ঘোষণার পর মেয়রকে ফুলের স্তবক ও মিষ্টি পাঠিয়ে বিতর্কে জড়ালেন কাউন্সিলর৷ ক্ষুব্ধ মালা রায়৷
কলকাতা পুরসভার মাসিক অধিবেশন চলাকালীন কংগ্রেস কাউন্সিলর মেয়রকে ফুল-মিষ্টি দিতে চান৷ কিন্তু আপত্তি জানিয়ে কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায় জানিয়ে দেন, অধিবেশনের মধ্যে এরকম কাজ কখনই করা যায় না৷ কিন্তু, চেয়ারপারসনের নির্দেশ অমান্য করে ফুলের স্তবক ও মিষ্টি হাতে মেয়রের কাছে পৌঁছে যান কংগ্রেস কাউন্সিলর৷ নির্দেশ না মেনে ফুল মিষ্টি বিতরণের পর পরে নিজের চেয়ার থেকে উঠে যান মালা রায়৷ ফিরহাদ হাকিমকে ক্ষোভ প্রকাশ করেন৷ মেয়র ফিরহাদ হাকিমও এগিয়ে যান৷ মালাদেবীকে বোঝানোর চেষ্টা করেন৷ কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে অধিবেশন মুলতবি করে দেন তিনি৷
অধিবেশন মুলতবি করে তিনি জানান, অধিবেশন চলাকালীন কখনও এইভাবে ফুল বিলি করা যায় না৷ ফলে এটি অধিবেশন বিরুদ্ধ কাজ৷ তাই তিনি এই অধিবেশন মুলতবি রাখছেন৷ যদিও কংগ্রেস কাউন্সিলের দাবি, তিনি ভাতা বৃদ্ধি দাবি অনেক আগেই করেছিলেন৷ কিন্তু, তা এতদিন কার্যকর হয়নি৷ এবার ববি হাকিম সেই প্রস্তাবটি কার্যকর করায় তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি৷