সাত আসনের প্রস্তাব উড়িয়ে কংগ্রেসকে আক্রমণ মায়াবতীর

লখনউ: লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে অখিলেশ-মায়াবতী জোটের জন্য ৭’টি আসন ছেড়ে রাখার ‘প্রস্তাব’ রবিবারই দিয়েছিল কংগ্রেস৷ ওই সাতটি আসনের মধ্যে ছিল অখিলেশ যাদব ও মায়াবতীর লোকসভা কেন্দ্র। কিন্তু, সোমবার কংগ্রেসের ওই প্রস্তাব উড়িয়ে দিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী৷ তিনি বলেন, মহাজোটের কথা ভেবে জোর করে ভুল বোঝাবুঝির চেষ্টা করা উচিত নয় কংগ্রেসের। শুধু উত্তরপ্রদেশেই নয়,

সাত আসনের প্রস্তাব উড়িয়ে কংগ্রেসকে আক্রমণ মায়াবতীর

লখনউ: লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে অখিলেশ-মায়াবতী জোটের জন্য ৭’টি আসন ছেড়ে রাখার ‘প্রস্তাব’ রবিবারই দিয়েছিল কংগ্রেস৷ ওই সাতটি আসনের মধ্যে ছিল অখিলেশ যাদব ও মায়াবতীর লোকসভা কেন্দ্র। কিন্তু, সোমবার কংগ্রেসের ওই প্রস্তাব উড়িয়ে দিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী৷

তিনি বলেন, মহাজোটের কথা ভেবে জোর করে ভুল বোঝাবুঝির চেষ্টা করা উচিত নয় কংগ্রেসের। শুধু উত্তরপ্রদেশেই নয়, দেশের কোনও অংশেই কংগ্রেসের সঙ্গে জোট করবে না তাঁর দল। তাঁর কথায়, উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা কেন্দ্রেই প্রার্থী দিক না কংগ্রেস, অসুবিধাটা কোথায়! ঘটনাটা হচ্ছে, আমাদের জোট একাই বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে৷ তিনি আরও বলেন, “বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে আমি ফের একবার অত্যন্ত স্পষ্ট করে বলে দিতে চাই, উত্তরপ্রদেশ সহ দেশের কোনও অংশেই আমরা কংগ্রেসের সঙ্গে জোট গঠন করছি না। তাই সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, প্রতিদিন যে মিথ্যার বেসাতি করে চলেছে কংগ্রেস, তার ফাঁদে তাঁরা যেন না পড়েন। ওরা ভুল বোঝাবুঝি তৈরির করার চেষ্টা করছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =