২৩ মে বুঝিয়ে দেব, এবার হবে বদলা: মমতা

কলকাতা: অমিত শাহর রোড শো ঘিরে গেরুয়া শিবিরের তাণ্ডব এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমোর হুঁশিয়ারি, আগে বলেছিলাম বদলা নয়, বদল চাই। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের এই তাণ্ডব এবং বরেণ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর এখন বলছি, এবার বদলা চাই, গণতান্ত্রিকভাবেই বদলা চাই। এতদিন মাথা গরম করিনি, কিন্তু আজ করছি। মঙ্গলবার সন্ধ্যায় বেহালা চৌরাস্তায়

875eab767f44148483e280af526f038e

২৩ মে বুঝিয়ে দেব, এবার হবে বদলা: মমতা

কলকাতা: অমিত শাহর রোড শো ঘিরে গেরুয়া শিবিরের তাণ্ডব এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমোর হুঁশিয়ারি, আগে বলেছিলাম বদলা নয়, বদল চাই। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের এই তাণ্ডব এবং বরেণ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর এখন বলছি, এবার বদলা চাই, গণতান্ত্রিকভাবেই বদলা চাই।

এতদিন মাথা গরম করিনি, কিন্তু আজ করছি। মঙ্গলবার সন্ধ্যায় বেহালা চৌরাস্তায় দলের নির্বাচনী জনসভার মঞ্চ থেকে ক্ষুব্ধ মমতার প্রতিক্রিয়া-এতদিন চুপ করে বসেছিলাম। এবার বুঝে নেব। ২৩ তারিখের পর সব বুঝে নেব। গেরুয়া শিবিরের প্রতি তাঁর হুঙ্কার, এটা কলকাতার লজ্জা। নকশাল আমলেও এসব হয়নি। বিজেপি, মনে রেখ, ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেব। সুকান্ত ভট্টাচার্যের কবিতা আওড়ে মমতা জানিয়েছেন তাঁর ক্ষোভের কথা।

বলেছেন, ‘আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই/স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই।’ বেহালার ওই জনসভার পরই ঘটনাস্থল বিধান সরণীতে বিদ্যাসাগর কলেজ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, এই ঘটনা নিয়ে কলকাতা পুলিসের নাম করে একটি ‘ফেক’ বিবৃতি বাজারে ছড়ানো হয়েছে। যাতে গোটা ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করা হয়েছে। পুলিস কমিশনার ডঃ রাজেশ কুমার জানান, এরকম কোনও বিবৃতি কলকাতা পুলিসের তরফে দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *