কলকাতা: কোন্নগর পুরসভার পর এবার বিধাননগর কমিশনারেট৷ ফের সরকারি দপ্তরে বসে কর্মীকে দিয়ে ম্যাসাজ করানোর অভিযোগ উঠল সরকারি আধিকারিকের বিরুদ্ধে৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও৷ চাপে পড়ে সাফাই অভিযুক্ত পুলিশকর্তা৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, সিভিক ভলেন্টিয়ার একজন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে হাত-ঘাড় ম্যাসেজ করাচ্ছেন রির্জাভ পুলিশের ইন্সপেক্টর জয়ন্ত দাস৷ ভিডিও ভাইরাল হতেই ছড়িয়েছে বিতর্ক৷ চাপে পড়ে অভিযুক্ত পুলিশকর্তার দাবি, ফিজিও জানতেন ওই সিভিক ভলেন্টিয়ার৷ সেই কারণে তাঁকে ডেকে স্যাসেজ করানো হয়েছিল৷ এই কাজ তিনি কোনও দিনও এর আগে করেননি বলে দাবি অভিযুক্ত পুলিশের ইন্সপেক্টরের৷
এর আগে কোন্নগর পুরসভায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গ্রুপ ডি কর্মীকে দিয়ে ঘাড়-হাত-পা ম্যাসাজ করানোর অভিযোগ উঠেছিল৷ চাপে পড়ে সাফাই দিয়েছিলেন তৃণমূল নেতা অলোক মুখোপাধ্যায়৷ সংবাদমাধ্যমে সাফ জানিয়েছিলেন, সারাদিন ধরে তাঁকে জনতার পরিবেশ দিতে হয়৷ আর সেই কারণে তিনি অসুস্থতা বোধ করায় একজন ফিজিওথেরাপি জানা কর্মীকে দিয়ে তিনি গা টিপে নিচ্ছেন৷ এতে তিনি কোনও দোষ দেখছেন না বলেও জানান৷ এবার ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিধাননগর কমিশনারেট পুলিশ কর্তার ভুমিকায় নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷