লোকসভা নির্বাচনের আগেই মঙ্গলবারই দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় নিহত হন বিজেপি বিধায়ক ভীমা মানদাভি ও তাঁর সঙ্গে থাকা ৪ পুলিশকর্মী। সন্ত্রাসের আবহেই ভোটগ্রহণ শেষ ছত্তীসগড়ের বস্তার লোকসভা কেন্দ্রে।
নির্বাচন ঘোষণার পরেই মাওবাদীদের তরফে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে বস্তারে। সেকথা মাথায় রেখে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয় এই অঞ্চলে। রাজ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়েছে, ভোটারদের নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল৷ আজ, সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে৷ মাও প্রভাবিত এলাকা হওয়ায় বিকাল ৪টে পর্যন্ত ভোট নেওয়া হয় এই কেন্দ্র৷
সকালে ভোটগ্রহণ শুরুর আগেই বস্তারের নারায়ণপুর বিধানসভা এলাকার একটি জায়গায় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বিস্ফোরণটি ঘটানো হয় একটি পোলিং বুথের এক কিলোমিটার দূরে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় যথেষ্ট আতঙ্ক সৃষ্টি হয়৷ নির্বাচনে নিরাপত্তার কথা মাথায় বস্তার কেন্দ্রে ২৮৯টি বুথকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়৷ আনা হয় অতিরিক্ত ২০০ কোম্পানি আধাসেনা। সব মিলিয়ে মোতায়েন করা হয় ৮০,০০০ পুলিশকর্মী। নিরাপত্তার জন্যে কাজে লাগানো হয় ড্রোন৷