নয়াদিল্লি: মাওবাদী হামলায় বেঘোরে প্রাণ গিয়েছে ১৫ জওয়ানের৷ নিরাপত্তারক্ষীদের কনভয় রক্ষ করে আইইডি বিস্ফোরণ৷ বিস্ফোরণে জখম বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী৷ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জখম বেশ কয়েকজন পুলিশকর্মী৷ কিন্তু, তাতে কি! ভোটের বাজারে মাও হানা নিয়ে শাসক-বিরোধী তর্জা তুঙ্গে৷ শুরু হয়েছে রাজনৈতিক চর্চা৷
বুধবার বাংলায় নির্বাচনী সভা থেকে হত জওয়ানদের পাশে থাকার বার্তা দিয়েছেন অমিত শাহ৷ সন্ত্রাস ইস্যুকে হাতিয়ার করে ইতিমধ্যেই নির্বাচনী সভা থেকে অমিতের হুঁশিয়ারি, ‘‘আমরা সেনার পাশে আছি৷ আমরা সন্ত্রাসকে যোগ্য জবাব দেব৷’’ এরপরই আসরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদির সরকার মাওবাদী দমনে ব্যর্থ বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের বাজারে সন্ত্রাস ইস্যু হাতছাড়া করতে ভোলেননি নরেন্দ্র মোদি৷ মহারাষ্ট্রে মাওবাদী হামলার তীব্র নিন্দা করলে টুইট করেন প্রধানমন্ত্রী৷ লেখেন, ‘‘মহারাষ্ট্রের আমাদের নিরাপত্তা কর্মীদের উপর ঘৃণ্য আক্রমণ, আমি কড়া নিন্দা জানাচ্ছি। সমস্ত সাহসী জওয়ানদের স্যালুট। তাঁদের বলি, আপনাদের বলিদান বৃথা যাবে না৷ শহিদ জওয়ানের পরিবারে পাশে আছি আমরা৷ এই ধরনের সহিংস অপরাধীদের রক্ষা করা হবে না।’’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বিবৃতি দিয়ে বলেছেন, গডচিরোলিতে মহারাষ্ট্রের পুলিশকর্মীদের ওপর হামলা কাপুরুষের কাজ, মরিয়া মানসিকতা। আমরা রাজ্য সরকারকে সব সাহায্য করছি। রাজ্য প্রশাসনের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছে স্বরাষ্ট্রমন্ত্রক। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের সঙ্গে এ ব্যাপারে তাঁর কথা হয়েছে বলেও জানান রাজনাথ
PM Modi: Strongly condemn despicable attack on our security personnel in Gadchiroli, Maharashtra. Salute all brave personnel.Their sacrifices will never be forgotten. My thoughts & solidarity are with bereaved families. Perpetrators of such violence will not be spared (file pic) pic.twitter.com/mbkyG7XZLA
— ANI (@ANI) May 1, 2019
এদিন দুপুরে গড়চিরোলিতে মাওবাদী হামলার নিন্দা করে নিহত পুলিশ কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের৷ আহত ও নিহতদের পরিবারের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি৷
#UPDATE Official sources: 10 security personnel have lost their lives in an IED blast by Naxals in Gadchiroli. #Maharashtra https://t.co/KB3rT3XOLK
— ANI (@ANI) May 1, 2019
ভোটের আগে ফের নাশকতা ঘটনা ঘটে মহারাষ্ট্রের গড়চিরোলি৷ সেনার গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণের জেরে শহিদ হন ১৫ জন নিরাপত্তারক্ষী৷ ভোটের আগে এলাকায় টহলরত নিরাপত্তারক্ষীদের দু’টি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়৷ ওই গাড়িতে ছিলেন ৩৬ জন জওয়ান৷ বুধবারই সকালে গডচিরোলিতে কুরুখেদায় একটি গাড়ি ও ২৭টি মেশিন জ্বালিয়ে দেয় মাওবাদীরা। এর আগে গত ১০ এপ্রিল মহারাষ্ট্রে মাওবাদী আক্রমণের মুখে পড়েন ভোটকর্মীরা। রাজ্যের গডচিরোলি জেলায় ভোটকর্মীদের লক্ষ্যে করে আইইডি বিস্ফোরণের ঘটানো হয়৷ এতে এক সিআরপিএফ জওয়ান জখম হন। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগেই ঘটে হামলা৷