পুজোর আগেই জেলে যাবে তৃণমূলের বহু নেতা, ভবিষ্যৎ বাণী দিলীপের

কলকাতা: ফের রাজ্যের শাসক দলকে বিঁধে বিস্ফোরক মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের৷ নারদ-সারদা তদন্তে সিবিআইয়ের তৎপরতা প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘এবার পুজোর আগেই বহু তৃণমূল নেতা জেলে যেতে হবে৷ সেখান থেকেই দেখবেন পুজো৷’’ রাজ্য সদরদপ্তরে সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষের আরও তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘‘সিবিআই তদন্তের গতি বাড়িয়েছে৷ এবার দেখবেন কালীঘাটেও পৌঁছে যাবে সিবিআই৷’’ দিলীপ

পুজোর আগেই জেলে যাবে তৃণমূলের বহু নেতা, ভবিষ্যৎ বাণী দিলীপের

কলকাতা: ফের রাজ্যের শাসক দলকে বিঁধে বিস্ফোরক মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের৷ নারদ-সারদা তদন্তে সিবিআইয়ের তৎপরতা প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘এবার পুজোর আগেই বহু তৃণমূল নেতা জেলে যেতে হবে৷ সেখান থেকেই দেখবেন পুজো৷’’

রাজ্য সদরদপ্তরে সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষের আরও তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘‘সিবিআই তদন্তের গতি বাড়িয়েছে৷ এবার দেখবেন কালীঘাটেও পৌঁছে যাবে সিবিআই৷’’ দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷ কারণ সিবিআই কীভাবে তাদের তদন্তের গতিপ্রকৃতি এগিয়ে নিয়ে যাবে বা কাদের গ্রেপ্তার করবে, সেটা তো তদন্তের উপরে নির্ভর করবে৷ কিন্তু, আগাম কীভাব গ্রেপ্তারির ঘোষণা করে দিলেন দিলীপ ঘোষ? প্রশ্ন তৃণমূল শিবিরে৷

অন্যদিকে, লোকসভা নির্বাচনের পর ফের নারদকাণ্ডে উঠে পড়ে লেগেছে সিবিআই৷ আদালতের নির্দেশ পাওয়ার পরই নারদে জড়িয়ে যাওয়া ১৩ জনের মধ্যে ১০ জনকে এবার ডেকে পাঠাতে চলেছে সিবিআই৷ এই দশ জনের কণ্ঠস্বর পরীক্ষার জন্য ডাকা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর৷

ইতিমধ্যেই বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অপরুপা পদ্দারকে তলব করেছে সিবিআই৷ একইসঙ্গে রাজ্যের আরও দুই মন্ত্রীকে ডেকে পাঠিয়েছে সিবিআই৷ মন্ত্রী সুভেন্দু অধিকারি ও সুব্রত মুখোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে বলে খবর৷

জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে নিজাম প্যালেসে তাঁদেরকে হাজিরা দিতে বলা হয়েছে৷ এর আগেও এই দুই মন্ত্রীকে জেরা করেছে সিবিআই৷ বুধবার বিকেল তিন ঘণ্টা মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়৷ এছাড়াও তৃণমূলের রাজ্যসভার সাংসদ কেডি সিংকে জেরা করে সিবিআই৷

দিল্লি সদরদপ্তরে নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে মুখোমুখি বসিয়ে করা হয় জেরা৷ সেখানেই বিস্ফোরক মন্তব্য করেন নারদকর্তা ম্যাথু স্যামুয়েল৷ সংবাদমাধ্যমে নারদকর্তা ম্যাথু স্যামুয়েল জানিয়েছেন, নারদকাণ্ডে স্টিং অপারেশনের জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়ানোর কথা জানিয়েছিলেন কেডি সিং৷ কিন্তু পরে তিনি তা অস্বীকার করেন৷ এই নিয়ে সিবিআইও তৎপরতা শুরু করেছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *