জোট ঘিরে ফের দ্বন্দ্বে জড়ালেন মান্নান-সোমেন!

কলকাতা: আসন্ন লোকসভায় সিপিএমের সঙ্গে জোট প্রসঙ্গে ফের প্রকাশ্যে এল কংগ্রেসের অন্দরের কোন্দল৷ কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান কিছু আসনের ক্ষেত্রে জোটকে স্বাগত জানালেও, নিজের জায়গা থেকে সরতে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ প্রথম দিনের মত বুধবারও রাজধানীতে গিয়ে জোটের বিপরীতেই মত জানিয়ে এসেছেন তিনি৷ বুধবার আসন্ন লোকসভায় পশ্চিমবঙ্গে সিপিএমের সঙ্গে জোট প্রসঙ্গে দিল্লিতে

2a759eca5f8be76a0f37938455fb5940

জোট ঘিরে ফের দ্বন্দ্বে জড়ালেন মান্নান-সোমেন!

কলকাতা: আসন্ন লোকসভায় সিপিএমের সঙ্গে জোট প্রসঙ্গে ফের প্রকাশ্যে এল কংগ্রেসের অন্দরের কোন্দল৷ কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান কিছু আসনের ক্ষেত্রে জোটকে স্বাগত জানালেও, নিজের জায়গা থেকে সরতে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ প্রথম দিনের মত বুধবারও রাজধানীতে গিয়ে জোটের বিপরীতেই মত জানিয়ে এসেছেন তিনি৷

বুধবার আসন্ন লোকসভায় পশ্চিমবঙ্গে সিপিএমের সঙ্গে জোট প্রসঙ্গে দিল্লিতে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল৷ এই বৈঠকের নেতৃত্বে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এদিন তার সঙ্গে বৈঠকে যোগ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ পশ্চিমবঙ্গের এআইসিসির পর্যবেক্ষক গৌরব গগৈ৷ জোট প্রসঙ্গে এদিনের বৈঠক চলে প্রায় ২ ঘন্টাও বেশি৷ বৈঠক শুরু হয় দুপুর ৩ টেয়, শেষ হয় বিকেল ৫ টারও কিছুক্ষণ পর৷ এদিনের বৈঠক প্রসঙ্গে কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, জোটের পক্ষেই এদিনের বৈঠকে মত দিয়েছেন তিনি৷ তিনি আরও বলেন, ৬ টা আসনকে বাদ দিয়েই রাজ্যে প্রত্যেকটা আসনে জোট হওয়ার কথাই তিনি জানিয়েছেন কংগ্রেস সভাপতিকে৷ এবার তিনি যেটা বিবেচনে করবেন সেটাই শিরোধার্য হবে৷

যদিও এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, পশ্চিমবঙ্গে কি কারণে জোট হওয়া উচিত নয় সে সমপর্কে সমস্ত তথ্যই তিনি তুলে দিয়েছেন রাহুল গান্ধীর কাছে৷ এবার বিবেচনার দায়িত্ব তার৷ তবে তিনি যে কোনো ভাবেই জোটকে সমর্থন করছেন না, তা আরও একবার স্পষ্ট হয় প্রদেশ কংগ্রেস সভাপতির কথায়৷ এর আগেও লক্ষণ শেঠকে দলে নেওয়ার প্রসঙ্গে প্রকাশ্যে এসেছিল প্রদেশ কংগ্রেসের অন্দরের কোন্দল৷ সেক্ষেত্রেও কংগ্রেস সভাপতির সমর্থন থাকলেও, লক্ষণ শেঠকে দলে নেওয়া প্রসঙ্গে রাজি ছিলেন না আব্দুল মানান্ন৷ এমনকি লক্ষণ শেঠকে দলে নিলে, তিনি নিজে দলত্যাগ করবেন বলেও জানিয়ে ছিলেন কংগ্রেসের এই বিরোধী দলনেতা৷

অন্যদিকে জোট প্রসঙ্গে, নিজেদের স্বার্থেই জোটকে ফলপ্রসূ করতে মরিয়া দু’দলের শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা৷ যদিও কোনওবার ফলশ্রুত হয়নি সেই বৈঠক৷ তাই অবশেষে ভোট যুদ্ধে নিজেদের পরিকাঠামোকে মজবুত করার তাগিদে কংগ্রেসের রাজ্য নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেন কংগ্রেস সভাপতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *