বিকাশের হয়ে প্রকাশ্যে ভোট চাইলেন মান্নানরা

কলকাতা: অনেক আশা জাগিয়ে গোড়ায় উদ্যোগী হলেও শেষ পর্যন্ত এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে বাম ও কংগ্রেসের জোট হয়নি। ৪২টির মধ্যে ৪০টি আসনেই তারা একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। বামেদের সঙ্গে জোট প্রক্রিয়া অনেক দূর এগনোর পরও তা ভেস্তে যাওয়ার ব্যাপারে প্রদেশ কংগ্রেসের যে কয়েকজন নেতার বিরুদ্ধে সিপিএমের তরফে আঙুল তোলা হয়েছিল, তার মধ্যে

efd3d664cc1b48a922a865f781b230e8

বিকাশের হয়ে প্রকাশ্যে ভোট চাইলেন মান্নানরা

কলকাতা: অনেক আশা জাগিয়ে গোড়ায় উদ্যোগী হলেও শেষ পর্যন্ত এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে বাম ও কংগ্রেসের জোট হয়নি। ৪২টির মধ্যে ৪০টি আসনেই তারা একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। বামেদের সঙ্গে জোট প্রক্রিয়া অনেক দূর এগনোর পরও তা ভেস্তে যাওয়ার ব্যাপারে প্রদেশ কংগ্রেসের যে কয়েকজন নেতার বিরুদ্ধে সিপিএমের তরফে আঙুল তোলা হয়েছিল, তার মধ্যে তাঁর নামও ছিল।

কিন্তু সেই বিরোধী দলনেতা আব্দুল মান্নান সোমবার যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্যের সমর্থনে প্রকাশ্য সমাবেশে ভাষণ দিলেন। তাও আবার সিপিএমের শীর্ষস্থানীয় নেতা সুজন চক্রবর্তীর উপস্থিতিতেই। কেবল তিনিই নন, কংগ্রেসের অপর নেতা তথা সাংসদ প্রদীপ ভট্টাচার্যও সেই মঞ্চের অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন। দুই কংগ্রেস নেতাই তাঁদের বক্তব্যে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিপদ সম্পর্কে এলাকার মানুষকে সচেতন করার পশাপাশি সারদা-নারদকাণ্ড সহ বিভিন্ন জনস্বার্থ মামলায় আইনজীবী হিসেবে বিকাশবাবুর নিঃস্বার্থ লড়াই ও সহযোগিতার কথা স্মরণ করে এবারের ভোটে তাঁকে সমর্থনের আহ্বান জানান। উল্লেখ্য, বিকাশবাবু এবার লড়াইয়ে নামায় মান্নান-প্রদীপ সহ প্রদেশ নেতৃত্ব যাদবপুরে কংগ্রেসের কোনও প্রার্থী দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *