বিজেপিতে যোগ দিতেই দল ছাড়ার ঘোষণা মণিরুল ইসলামের

কলকাতা: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ৫ দিনের মাথায় দল ছাড়তে চেয়ে চিঠি বিধায়ক মণিরুল ইসলামের৷ দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করে বিজেপি নেতা মুকুল রায়কে চিঠি মণিরুল ইসলামের৷ চিঠির প্রাপ্তি স্বীকার মুকুলের৷ কিন্তু, ঢোকঠোল পিঠিয়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পরপরই কেন বিজেপি ছাড়তে চেয়ে চিঠি মণিরুলের? লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম বিজেপিতে যোগ দিতেই

বিজেপিতে যোগ দিতেই দল ছাড়ার ঘোষণা মণিরুল ইসলামের

কলকাতা: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ৫ দিনের মাথায় দল ছাড়তে চেয়ে চিঠি বিধায়ক মণিরুল ইসলামের৷ দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করে বিজেপি নেতা মুকুল রায়কে চিঠি মণিরুল ইসলামের৷ চিঠির প্রাপ্তি স্বীকার মুকুলের৷ কিন্তু, ঢোকঠোল পিঠিয়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পরপরই কেন বিজেপি ছাড়তে চেয়ে চিঠি মণিরুলের?

লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম বিজেপিতে যোগ দিতেই শুরু হয় তীব্র বিতর্ক৷ এতদিন যে তৃণমূলের দের বিরুদ্ধে মাঠে-ময়দানে লড়াই করেছেন বিজেপি কর্মীরা, সেই দলের নেতাকেই কিনা বিজেপি নিয়ে আসার ঘটনায় প্রতিবাদ জানান দলের একাংশ৷ অবিলম্বে মণিরুলকে দল ছাড়ার হুমকিও উঠতে থাকে৷ মণিরুল বিজেপিতে ঢুকতেই ক্ষোভ প্রকাশ করেন এবারের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত৷ ২০১১ ও ২০১৬ সালে পরপর দু’বার লাভপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে আসছেন মণিরুল ইসলাম৷ লোকসভা ভোটের আগে জার্সি বদলে পদ্ম পতাকা হাতে নেন মনিরুল৷ যদিও, এর আগে বামফ্রন্ট ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন তিনি৷ রাজনৈতিক জীবনের প্রায় শেষ পর্বে এসে তিন বার দল বদলে চতুর্থবার বড় সিদ্ধান্ত নেওয়ার পথে অনুব্রত ঘনিষ্ঠ এই নেতা৷ গত ২৯ মে দিল্লিতে গিয়ে তৃতীয় বারের জন্য দলবদল করেন মণিরুল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 6 =