কোন কোন কারণে মানিকতলা উপনির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে তৃণমূলের?

মানিকতলা নিয়ে তৃণমূলের উদ্বেগ (Maniktala assembly election) ১০ জুলাই মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন। এর মধ্যে মানিকতলা বাদে বাকি কেন্দ্রগুলিতে একুশের বিধানসভা…

Maniktala assembly election

মানিকতলা নিয়ে তৃণমূলের উদ্বেগ (Maniktala assembly election)

১০ জুলাই মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন। এর মধ্যে মানিকতলা বাদে বাকি কেন্দ্রগুলিতে একুশের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি। সদ্য যে লোকসভা নির্বাচন হয়ে গেল তার ফলাফলের নিরিখে মানিকতলা বাদে বাকি তিনটিতেই এগিয়ে রয়েছে বিজেপি, সেই জায়গায় মানিকতলা ধরে রাখতে না পারলে তা তৃণমূলের কাছে যে ব্যাপক অস্বস্তির কারণ হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু মানিকতলা নিয়ে তৃণমূলের কিছু উদ্বেগ রয়েছে কয়েকটি কারণে।

গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা (TMC concerns)

লোকসভা নির্বাচনে ফলাফলের ভিত্তিতে এই কেন্দ্রে বিজেপির থেকে ৩৬০০ ভোটে এগিয়েছিল তৃণমূল। খুব একটা বেশি নয় এই ব্যবধান। তাই তৃণমূল মানিকতলা নিয়ে নিশ্চিন্ত নয়। সেই সঙ্গে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা। সাধন পান্ডে মানিকতলা থেকে বহুবার নির্বাচিত হয়েছিলেন বিধানসভা নির্বাচনে। সেই সময় তাঁর সঙ্গে ব্যাপক বিরোধ ছিল বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের।

পরেশ পালের ‘হোম গ্রাউন্ড’ (West Bengal politics)

সবচেয়ে বড় কথা মানিকতলা বিধানসভায় যে আটটি ওয়ার্ড রয়েছে তার মধ্যে এই লোকসভা নির্বাচনে ১৬ ও ৩১ নম্বর ওয়ার্ডে বিজেপি পিছনে ফেলে দিয়েছে তৃণমূলকে। ৩১ নম্বর ওয়ার্ড পরেশ পালের ‘হোম গ্রাউন্ড’ বলেই পরিচিত। এই ওয়ার্ডে প্রায় সাড়ে পাঁচ হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিল বিজেপি। ১৬ নম্বরেও বিজেপি চারশোর বেশি ভোটে এগিয়েছিল।

মানিকতলায় অবাঙালি ভোট (Maniktala election news)

সবচেয়ে বড় কথা মানিকতলা বিধানসভা এলাকায় থাকা প্রায় ১৭ শতাংশ অবাঙালি সম্প্রদায়ের মানুষ রয়েছেন, যাঁদের ভোটের সিংহভাগ লোকসভা নির্বাচনে বিজেপির দিকে গিয়েছে বলে রাজনৈতিক মহল মনে করে। এই বিষয়টিও ভাবাচ্ছে তৃণমূলকে। সেই সঙ্গে মানিকতলায় থাকা বহু আবাসনের ভোটারদের বড় অংশের ভোটও লোকসভায় তৃণমূল পায়নি বলে মনে করা হচ্ছে। তাই এবারেও যদি সেভাবেই ভোটদান হয় তাহলে মানিকতলায় জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত থাকতে পারবে না তৃণমূল।

মানিকতলা: জমজমাট লড়াই  (Maniktala constituency)

সিপিএমকে সরিয়ে বাংলায় প্রধান বিরোধী দল হয়ে ওঠার পর বিজেপি আজ পর্যন্ত কলকাতায় থাকা একটি বিধানসভা কেন্দ্রেও জিততে পারেনি। তাই মানিকতলা উপনির্বাচনে কল্যাণ চৌবেকে প্রার্থী করে রীতিমতো কোমর বেঁধে নেমেছে বিজেপি। উল্টোদিকে মানিকতলার প্রাক্তন বিধায়ক প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে প্রার্থী করে কেন্দ্রটি ধরে রাখতে চায় তৃণমূল। সবমিলিয়ে জমজমাট লড়াই হতে চলেছে মানিকতলায়। ফলাফল প্রকাশ হবে ১৩ জুলাই।

আরও পড়ুন-

মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে গ্রেফতার যুবক! 

দশ বছরে স্রেফ ‘অ্যাপেটাইজ়ার’! ‘মেন কোর্স’ এখনও বাকি: মোদী

মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের! ঠিক কী ঘটল?

মানিকতলার উপনির্বাচনে চমক, মেয় নয়, মাকে প্রার্থী বাছলেন মমতা, স্পষ্ট নবান্নের বৈঠকে

Politics: Get the latest updates on the Maniktala assembly election. Find out why TMC is concerned and BJP is hopeful. Read the full article to know more.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *