বারাসত: ভাটপাড়া থেকে বাগদা, আমডাঙা থেকে নিউটাউন। দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর ২৪ পরগনা জেলার পাঁচটি লোকসভা কেন্দ্রে ১০টি জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে ন’টি জনসভার স্থান নির্বাচন করা হয়ে গিয়েছে।
তবে, জনসভাগুলির তারিখ ও সময় এখনও চূড়ান্ত হয়নি। দলীয় নেতৃত্বের দাবি, যে জায়গাগুলি চূড়ান্ত হয়েছে সেখানে মাঠ পরিদর্শনের কাজ প্রায় শেষ। বৈশাখের গরম হলেও মুখ্যমন্ত্রীর প্রতিটি জনসভাতেই ভিড় উপচে পড়বে। তাই দলের তরফে প্রস্তুতিও শুরু হয়েছে।
এই ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিং দলত্যাগ করে বিজেপির প্রার্থী হয়েছেন। বাগদার কংগ্রেস বিধায়ক দুলাল বর গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেও সম্প্রতি তিনিও বিজেপিতে যোগ দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের বোর্ড গঠনকে কেন্দ্র করে আমডাঙার বইছগাছি গ্রামে চারজন খুন হয়েছিলেন।
বনগাঁ, বারাকপুর, বসিরহাট, বারাসত ও দমদম মিলিয়ে উত্তর ২৪ পরগনা জেলায় মোট পাঁচটি লোকসভা কেন্দ্র। এই পাঁচটি কেন্দ্রই তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। আগামী ৬ মে পঞ্চম দফা নির্বাচনে এই জেলার বনগাঁ ও বারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে। আগামী ১৯ মে সপ্তম তথা শেষ দফা নির্বাচনে বসিরহাট, বারাসত ও দমদম নিয়ে বাকি তিনটি লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে।