এবার আলু বেশি করে খাওয়ার পরামর্শ মমতার

হুগলি: আলুর বেশি ফলন হয়েছে এবার৷ ভাল দাম পেতে কৃষকদের সমস্যা হচ্ছে৷ আর এই সমস্যা সমাধানে নয়া পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘‘আলু বেশি করে খানা৷ কত রকমের পদ হয় আলুর৷ আলু বেশি করে খান৷ এবার বেশি ফলন হয়েছে৷’’ জানান, কৃষকদের থেকে ১০ লক্ষ মেট্রিক টন আলু কিনবে

এবার আলু বেশি করে খাওয়ার পরামর্শ মমতার

হুগলি: আলুর বেশি ফলন হয়েছে এবার৷ ভাল দাম পেতে কৃষকদের সমস্যা হচ্ছে৷ আর এই সমস্যা সমাধানে নয়া পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘‘আলু বেশি করে খানা৷ কত রকমের পদ হয় আলুর৷ আলু বেশি করে খান৷ এবার বেশি ফলন হয়েছে৷’’  জানান, কৃষকদের থেকে ১০ লক্ষ মেট্রিক টন আলু কিনবে রাজ্য সরকার৷ এছাড়াও কৃষকদের পাশে থাকার বার্তাও দেন মুখ্যমন্ত্রী৷ জানান, এখন থেকে কৃষি জমিতেও মিউটেশন ফি মুকুব করা হবে৷ (এই লিঙ্কে ক্লিক করে দেখুন ভিডিও)

আজ, শুক্রবার তারকেশ্বরের বালিগোড়ি মাঠ থেকে হুগলির একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি সভামঞ্চ থেকে জেলার প্রায় তিনশোর বেশি উপভোক্তাকে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেন৷ এছাড়াও তারকেশ্বরে সভামঞ্চের পাশ থেকে রাজ্যজুড়ে মাটি উৎসবের সূচনা করেন তিনি৷

আজ মুখ্যমন্ত্রী সভায় এসে প্রথমেই উপভোক্তাদের কৃষি যন্ত্রপাতি, মাছ চাষের সামগ্রী, সাইকেল, শ্রমিক সুরক্ষা যোজনা সহ প্রায় ৪০টি প্রকল্পের সুবিধা প্রদান করেন। এরপরেই চুঁচুড়া সদর হাসপাতালের ব্লাড সেপারেশন ইউনিট, শ্রীরামপুরে সুপার স্পেশালিটি হাসপাতাল সহ একগুচ্ছ প্রকল্পের আনুষ্ঠনিক উদ্বোধন করেন। এছাড়াও তারকেশ্বরে গ্রিন ইউনিভার্সিটি, আরামবাগে মেডিক্যাল কলেজ সহ একগুচ্ছ নতুন প্রকল্পের শিলান্যাস করে তাঁর বক্তব্য রাখেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *