মমতার ছবি বিকৃতি, ‘সুপ্রিম’ মুক্তি বিজেপি নেত্রী প্রিয়াঙ্কার

কলকাতা: অবশেষে মুক্তি পেলেন মুখমন্ত্রীর ছবি বিকৃত করা বিজেপিনেত্রী প্রিয়াঙ্কা শর্মা৷ শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেয় শীর্ষ আদালত৷ তবে, মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার দায়ে লিখিত ভাবে আদালতে ক্ষমা চাইতে হয়৷ হাইকোর্ট বন্ধ থাকায় জামিন চেয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করে বিজেপি নেত্রীর পরিবার৷ আজ মঙ্গলবার ছিল এই মামলার শুনানি৷ মামলার শুনানিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, মতপ্রকাশের

মমতার ছবি বিকৃতি, ‘সুপ্রিম’ মুক্তি বিজেপি নেত্রী প্রিয়াঙ্কার

কলকাতা: অবশেষে মুক্তি পেলেন মুখমন্ত্রীর ছবি বিকৃত করা বিজেপিনেত্রী প্রিয়াঙ্কা শর্মা৷ শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেয় শীর্ষ আদালত৷ তবে, মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার দায়ে লিখিত ভাবে আদালতে ক্ষমা চাইতে হয়৷

হাইকোর্ট বন্ধ থাকায় জামিন চেয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করে বিজেপি নেত্রীর পরিবার৷ আজ মঙ্গলবার ছিল এই মামলার শুনানি৷ মামলার শুনানিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, মতপ্রকাশের স্বাধীনতা সকলেরই আছে কিন্তু তার অপব্যবহার করা হয়েছে৷ এই ধরনের ঘটনা দুঃখজনক৷ এই ঘটনায় প্রিয়াঙ্কা শর্মাকে ক্ষমা চাওয়ারও নির্দেশ দেওয়া হয়৷ এরপরই প্রিয়াঙ্কার আইনজীবীর তরফে লিখিত ভাবে ক্ষমা চাওয়া হয়৷ পরে সুপ্রিম কোর্ট ধৃতের  জামিন দেয়৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে কুরুচিকর মিম পোস্ট করে গ্রেপ্তার হাওড়ার বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মার জামিনের আবেদন করেন সুপ্রিম কোর্ট৷ প্রিয়াঙ্কার জামিনের আবেদন গ্রহণ করে শীর্ষ আদালত৷ মামলাটি আজ বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ ওঠে৷

মমতার ছবি বিকৃতি, ‘সুপ্রিম’ মুক্তি বিজেপি নেত্রী প্রিয়াঙ্কারপ্রিয়াঙ্কার হয় মামলা লড়েন সর্বোচ্চ আদালতের প্রবীণ আইনজীবী নীরাজ কিষান কৌল। আদালতকে আইনজীবী জানান, প্রিয়াঙ্কার কাছে সুপ্রিম কোর্টে আবেদন করা ছাড়া অন্য কোনও উপায় ছিল না। তার কারণ নানা কারণে পশ্চিমবঙ্গের আইনজীবীরা ধর্মঘট করেছেন। এর আগে প্রিয়াঙ্কাকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছিল রাজ্যের আদালত।

প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করেছেন৷ দিন কয়েক আগে নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে গিয়ে বিচিত্র রূপে ধরা দেন বলিউডের বিশিষ্ট নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। সেই ছবিতে মমতার মুখ বসিয়ে গ্রেপ্তার হন প্রিয়াঙ্কা। পরিবাররের অভিযোগ, বিজেপি কর্মী বলেই গ্রেপ্তার হয়েছেন প্রিয়াঙ্কা। সংবাদ সংস্থাকে তাঁর মা বলেছেন, এ সবই বড় চক্রান্তের অংশ।

মমতার ছবি বিকৃতি, ‘সুপ্রিম’ মুক্তি বিজেপি নেত্রী প্রিয়াঙ্কারগত বৃহস্পতিবার ফেসবুকে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত একটি মিম পোস্ট করেন প্রিয়াঙ্কা। তাঁর বিরুদ্ধে দাশনগর থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় এক তৃণমূল নেতা। সেই অভিযোগের ভিত্তিতে প্রিয়াঙ্কাকে শনিবার গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *