কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে কুরুচিকর মিম পোস্ট করে ধৃত হাওড়ার বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মার জামিনের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। এদিন প্রিয়াঙ্কার জামিনের আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিজেপি। মামলাটি আগামীকাল বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ শুনবে বলে জানা গিয়েছে।
প্রিয়াঙ্কার হয় মামলা লড়ছেন সর্বোচ্চ আদালতের প্রবীণ আইনজীবী নীরাজ কিষান কৌল। আদালতকে আইনজীবী জানান প্রিয়াঙ্কার কাছে সুপ্রিম কোর্টে আবেদন করা ছাড়া অন্য কোনও উপায় ছিল না। তার কারণ নানা কারণে পশ্চিমবঙ্গের আইনজীবীরা ধর্মঘট করেছেন। এর আগে প্রিয়াঙ্কাকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছিল রাজ্যের আদালত। প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করেছেন দিন কয়েক আগে নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে গিয়ে বিচিত্র রূপে ধরা দেন বলিউডের বিশিষ্ট নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। সেই ছবিতে মমতার মুখ বসিয়ে গ্রেফতার হয়েছেন প্রিয়াঙ্কা। পরিবাররের অভিযোগ, বিজেপি কর্মী বলেই গ্রেফতার হয়েছেন প্রিয়াঙ্কা। সংবাদ সংস্থাকে তাঁর মা বলেছেন, এ সবই বড় চক্রান্তের অংশ।
A Bench of Justice Indira Banerjee and Justice Sanjiv Khanna says, ‘will hear the bail plea of BJP youth wing worker Priyanka Sharma on Tuesday.’ https://t.co/CHFsrbn6lU
— ANI (@ANI) May 13, 2019
গত বৃহস্পতিবার ফেসবুকে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত একটি মিম পোস্ট করেন প্রিয়াঙ্কা। তাঁর বিরুদ্ধে দাশনগর থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় এক তৃণমূল নেতা। সেই অভিযোগের ভিত্তিতে প্রিয়াঙ্কাকে শনিবার গ্রেপ্তার করা হয়।