ভাটপাড়া : ভাটপাড়ায় দাঁড়িয়ে নাম না করে দলত্যাগী নেতা তথা বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-কে বিধঁলেন তৃণমূল নেত্রী। নিশানায় ছিলেন আরেক প্রাক্তন তৃণমূল বর্তমান বিজেপি নেতা মুকুল রায়ও। ভাটপাড়ার নির্বাচনী জনসভা এই দুজনকে গদ্দার বলে সম্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হতে চেয়েছিলেন অর্জুন। কিন্তু তাঁকে প্রার্থী না করে, দল টিকিট দেয় দীনেশ ত্রিবেদীকে।
তারপরেই তৃণমূল ছাড়েন ভাটপাড়ার ‘বাহুবলী’। শুক্রবার সেই অর্জুনেরই দুর্গে গিয়ে তৃণমূল নেত্রী অভিযোগ করেন কারও কারও কোনও কিছুতেই আশ মেটে না। পাশাপাশি, তিনি বলেন, পয়সা দিয়ে তৃণমূলের বিধায়ক কেনা যায় না। ৪০ বিধায়ক কেনার নামে বিজেপি ঘোড়া কেনাবেচা করছে বলে তোপ দাগেন মমতা। অর্জুনের আমলে এলাকায় কোনও উন্নয়নই হয়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।