মমতার লেখা চিঠি পৌঁছবে আপনার ঠিকানায়, কী থাকছে তাতে?

কলকাতা: আর্থ-সামাজিক অবস্থার মানোন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা উন্নয়ন প্রকল্পগুলির সাফল্যের খতিয়ান এবার ‘চিঠি’ আকারে ভোটারদের বাড়িতে পৌঁছে দেবে তৃণমূল শিবির। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সাধারণ মানুষের সঙ্গে যোগসূত্রকে আরও নিবিড় করতেই এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। গত আট বছরের শাসনকালে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত কন্যাশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথী, উৎকর্ষ বাংলা, খাদ্যসাথীর মতো জনপ্রিয় প্রকল্পগুলির বিবরণের সঙ্গেই ১০০

মমতার লেখা চিঠি পৌঁছবে আপনার ঠিকানায়, কী থাকছে তাতে?

কলকাতা: আর্থ-সামাজিক অবস্থার মানোন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা উন্নয়ন প্রকল্পগুলির সাফল্যের খতিয়ান এবার ‘চিঠি’ আকারে ভোটারদের বাড়িতে পৌঁছে দেবে তৃণমূল শিবির।

লোকসভা নির্বাচনের প্রাক্কালে সাধারণ মানুষের সঙ্গে যোগসূত্রকে আরও নিবিড় করতেই এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। গত আট বছরের শাসনকালে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত কন্যাশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথী, উৎকর্ষ বাংলা, খাদ্যসাথীর মতো জনপ্রিয় প্রকল্পগুলির বিবরণের সঙ্গেই ১০০ দিনের কাজ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প গঠন, জিডিপি বৃদ্ধিতে জাতীয় গড়কে পিছনে ফেলে বাংলার সেরা হয়ে ওঠার কাহিনীও থাকছে এই খোলা চিঠিতে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মিশ্র ভাষাভাষীর এ রাজ্যে শুধুমাত্র বাংলায় নয়, হিন্দি, উর্দু, ওড়িয়া, তেলুগু, সাঁওতালি, নেপালি, সাদ্রি, রাজবংশী এমনকী কয়েকটি অঞ্চলের জন্য ইংরেজিতেও ওই চিঠি তৈরি করছে জোড়াফুল শিবির। সংখ্যায় যা হবে কয়েক কোটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =