কাটমানির পর এবার নেতাদের ভুল স্বীকারের নির্দেশ মমতার

কলকাতা: কাটমানি বিতর্কের পর এবার দলের নেতাকর্মীদের ভুল স্বীকারের নির্দেশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ একই সঙ্গে এলাকার খবর রাখতে প্রত্যেক বিধায়ককে ৪ জনের টিম তৈরির নির্দেশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ প্রতিটি এলাকায় বিজেপির পাল্টা কর্মসূচি বার্তা নেত্রীর৷ তৃণমূল ভবনে বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন,প্রতিটি বিধানসভায় চার জনের একটি টিম তৈরি করতে হবে৷

কাটমানির পর এবার নেতাদের ভুল স্বীকারের নির্দেশ মমতার

কলকাতা: কাটমানি বিতর্কের পর এবার দলের নেতাকর্মীদের ভুল স্বীকারের নির্দেশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ একই সঙ্গে এলাকার খবর রাখতে প্রত্যেক বিধায়ককে ৪ জনের টিম তৈরির নির্দেশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ প্রতিটি এলাকায় বিজেপির পাল্টা কর্মসূচি বার্তা নেত্রীর৷

তৃণমূল ভবনে বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন,প্রতিটি বিধানসভায় চার জনের একটি টিম তৈরি করতে হবে৷ যেতে দু’জন বুথস্তরের কর্মী থাকবেন, একজন জেলাস্তরের কর্মী থাকবেন৷ একজন সোশ্যাল মিডিয়া কর্মী থাকবেন৷ এই চারজনের একটি তালিকা, নাম-ঠিকানা, ফোন নাম্বারসহ উচ্চ নেতৃত্বের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ যাতে যে কোনও প্রয়োজনে এলাকার খবর জানা সম্ভব হয়৷

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে কোন ভাবেই বিজেপি ছাড়া যাবে না৷ সেই কারণে জনসংযোগ কর্মসূচির উপর গুরুত্ব দেওয়াও বার্তা দিয়েছেন দলনেত্রী৷ একই সঙ্গে ভুল কিছু করে থাকলে নেতাদের ভুল স্বীকারের নির্দেশ দেন মমতা৷ ভুল করলে এড়িয়ে না গিয়ে মানুষের মুখোমুখি হওয়ার নির্দেশ দিতেও ভোলেননি তিনি৷ আলটপকা মন্তব্য থেকে নেতাদের দূরে থাকারও নির্দেশ দেন৷ মারামারি, রাজনৈতিক সংঘর্ষ এড়িয়ে চলাও বার্তা দেন মমতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − fifteen =