কলকাতা: পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে লেখা দলিলকেই অস্ত্র করতে চাইছে চাইছে বিজেপি।
বিরোধী নেত্রী থাকাকালীন বাংলার গণতন্ত্রহীনতা, ভোটে বামেদের অবাধ রিগিং, সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো সহ একাধিক দাবি তুলেছিলেন মমতা। রাজ্য বিজেপির শীর্ষ নেতারা এমনই দাবি সম্বলিত তৎকালীন বিরোধী নেত্রীর এক ডজনের বেশি বই নিয়ে রীতিমতো পড়াশুনো শুরু করে দিয়েছেন। রাজ্য বিজেপির তরফে পশ্চিমবঙ্গের সব বুথকে অতিস্পর্শকাতর ঘোষণার দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।
তারপরই মুখ্যমন্ত্রী এই ঘটনাকে বাংলার মানুষের অপমান বলে আখ্যা দিয়েছেন। তৃণমূলের মহিলা শাখা এর প্রতিবাদে শুক্রবারই ধর্মতলায় অবস্থানে বসে পড়েছে। তারই প্রেক্ষিতে বিজেপি মমতার লেখা বই থেকে বাছাই করা অংশ চয়ন করে নির্বাচন কমিশনের কাছে পেশ করতে চাইছে। গেরুয়া শিবিরের বক্তব্য, বিরোধী নেত্রী থাকাকালীন উনি যে সব দাবিদাওয়া নিয়ে সরব হতেন, এখন তার উল্টো কথা বলছেন।