অবাঙালি ভোটারদের মন বুঝতে বড় কর্মসূচি মমতার

কলকাতা: লোকসভা ভোটের আগে রাজ্যের হিন্দিভাষী ভোটারদের মন পেতে নয়া পদক্ষেপ তৃণমূলের৷ ভোটের মুখে নতুন করে হিন্দিভাষী সেল গঠন তৃণমূলের৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি রবিবার দক্ষিণ কলকাতায় ওই সেলের নেতাদের সঙ্গে বৈঠক করেন৷ তৃণমূল সূত্রে খবর, অঙালি ভোটব্যাংকে থাবা বসাতে আগামী মঙ্গলবার নজরুল মঞ্চে ওই হোলি উৎসবও করবে তৃণমূল৷ হিন্দি

অবাঙালি ভোটারদের মন বুঝতে বড় কর্মসূচি মমতার

কলকাতা: লোকসভা ভোটের আগে রাজ্যের হিন্দিভাষী ভোটারদের মন পেতে নয়া পদক্ষেপ তৃণমূলের৷ ভোটের মুখে নতুন করে হিন্দিভাষী সেল গঠন তৃণমূলের৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি রবিবার দক্ষিণ কলকাতায় ওই সেলের নেতাদের সঙ্গে বৈঠক করেন৷

তৃণমূল সূত্রে খবর, অঙালি ভোটব্যাংকে থাবা বসাতে আগামী মঙ্গলবার নজরুল মঞ্চে ওই হোলি উৎসবও করবে তৃণমূল৷ হিন্দি সেলের দায়িত্ব দেওয়া হয়েছে দলের উত্তর কলকাতার প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজকে৷ সেলের সভাপতি মণিপ্রসাদ সিং, আহ্বায়ক রাজেশ সিনহা৷ জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও বহু হিন্দি ভাষীরা হাজির হবেন। সেখানে বক্তব্য রাখার পাশাপাশি সকলের সঙ্গে আলাপচারিতাও চালাতে পারেন তৃণমূলনেত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =