দলের হাল ধরতে বড় ঘোষণা মমতার, কী দাওয়াই দিলেন নেত্রী?

কলকাতা: আরও এক দফায় বিধানসভা দখলের লক্ষ্যে এবার দলের অন্দরের কাঠামো ঢেলে সাজাতে নয়া বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ নজরুল মঞ্চে বিধায়ক ও জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক থেকে দলের জনসংযোগ বাড়াতে গুচ্ছ কর্মসূচির ঘোষণা দলনেত্রী৷ বিজেপি মোকাবিলায় তৃণমূলস্তর থেকে দলকে সংগঠিত করার লক্ষ্যে গ্রামে গ্রামে পৌঁছে যাওয়ার লক্ষ্য বেঁঁধে দিলেন বার্তা মমতার৷ দলের গুরুত্বপূর্ণ

02624a6947f224b8d8d524751197172f

দলের হাল ধরতে বড় ঘোষণা মমতার, কী দাওয়াই দিলেন নেত্রী?

কলকাতা: আরও এক দফায় বিধানসভা দখলের লক্ষ্যে এবার দলের অন্দরের কাঠামো ঢেলে সাজাতে নয়া বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ নজরুল মঞ্চে বিধায়ক ও জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক থেকে দলের জনসংযোগ বাড়াতে গুচ্ছ কর্মসূচির ঘোষণা দলনেত্রী৷ বিজেপি মোকাবিলায় তৃণমূলস্তর থেকে দলকে সংগঠিত করার লক্ষ্যে গ্রামে গ্রামে পৌঁছে যাওয়ার লক্ষ্য বেঁঁধে দিলেন বার্তা মমতার৷

দলের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজকের মিটিং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ক্যাম্পেইন শুরু করছি৷ সেটাও মানুষের সাথে আরও বেশি করে জনসংযোগ করবার৷ জনগণের সাথে সরাসরি কথা বলার জন্য আমরা একটা ফোন নাম্বার দিচ্ছি৷ যেখানে আমরা বলছি, যে আমরা আপনাদের ফোন করে কথা বলার জন্য৷ এই ক্যাম্পেইনের মধ্যে দিয়ে আগামী ১০০ দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি ও পদাধিকারীরা ১০ হাজারের বেশি গ্রামে গিয়ে ও শহরে গিয়ে স্থানীয় মানুষের সাথে জনসংযোগ করবেন৷ প্রয়োজনে তাঁদের কথা শুনবেন৷ পার্টিকর্মীদের কথা শুনবেন৷ এবং সেই গ্রামে রাত কাটাবে৷ এর মধ্যে দিয়ে আমরা অন্তত অনেক পরিবারের সাথে সরাসরি যোগাযোগ করার লক্ষ্য ঠিক করেছি৷ এর মূল বক্তব্য হচ্ছে, কারও কিছু বলার থাকলে ও আমাকেও কিছু বলার থাকলে যাঁরা আমাদের সাথে সরাসরি যুক্ত থাকতে চান, তাহলে আমাদের ফোন করুন৷ নাম্বারটা হচ্ছে ৯১৩৭০৯১৩৭০৷ এই নাম্বারটা ফোন করলে ডিটেলসে তাঁদের জানাতে পারবেন৷ দিদিকেবলো ওয়েবসাইট লগ ইন করে তাঁদের সাথে কথা বলতে পারবে৷ আমরা আগামী ২০ মাস এখনো কাজ করব৷ ইলেকশনের অনেক দেরি৷ প্রায় পৌনে দু’বছর তারও বেশি৷ ইলেকশনের আগে এখন আমাদের কাজ করতে হবে৷ যে কাজ আমরা চালিয়ে যাচ্ছি, উন্নয়নের কাজ চলবে৷’’

আজ, বিধায়কদের ডাকা বৈঠক থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১০০ দিন ধরে অন্তত ১০ হাজার গ্রামে জনসংযোগ করবেন তৃণমূলের নেতারা৷ সেখানে কর্মীদের বাড়িতে খাওয়া-দাওয়া ও গ্রামে রাত কাটাবেন তাঁরা৷ গ্রামে থেকেই শোনা হবে জনতার কথা৷

এদিন ‘দিদিকে বলো’ নামের একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করে জনতার মতামত দেওয়ার ঘোষণা মমতা৷ একটি টোলফ্রি নম্বর টালু করেও জনতার অভাব-অভিযোগ শুনবেন নেত্রী৷ যে কোনও অভিযোগ জানতে বা মতামত জানতে ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করা যাবে৷

যদিও এর আগেও বিজেপির তরফে জনসংযোগের জন্য গ্রামে-গ্রামে গিয়ে কর্মীদের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া থেকে শুরু করে ঘরোয়া বৈঠক করা হয়৷ সেই জনসংযোগ যাত্রা নিয়েও কম বিতর্ক হয়নি বাংলায়৷ খোদ অমিত শাহ বাংলায় এসে দলিত বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করেন৷ এবার কার্যত একই কৌশলে বাংলায় জনসংযোগে গুরু দিলেন তৃণমূল নেত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *